কর্মব্যস্ততার ফলে অনেকেই ছুটি পান না আগে থেকে, ফলে বেড়াতে গেলে টিকিট কাটা হয়ে ওঠে প্রবল ঝক্কির ব্যাপার। কাউকে আবার ভ্রমণ করতে হয় জরুরি ভিত্তিতে। এই সব ক্ষেত্রে ট্রেনে ভ্রমণে অগতির গতি তৎকাল টিকিট। কিন্তু তৎকাল টিকিট কাটা খুব একটা সহজ সাধ্য নয়। তবে ছোট্ট একটি টোটকা কিছুটা হলেও মুশকিল আসান হতে পারে এই সমস্যায়।