Advertisement
E-Paper

ইরান-ইজ়রায়েল যুদ্ধের প্রভাব পড়ছে আকাশপথে, এখন কোন কোন দেশে ভ্রমণের পরিকল্পনা নিরাপদ নয়?

আমেরিকার আক্রমণের পর ইরান-ইজ়রায়েল সংঘাতের অভিমুখ অন্য দিকে ঘুরে গিয়েছে, যা পশ্চিম এশিয়ার একাধিক দেশের পর্যটন শিল্পে প্রভাব ফেলেছে। এই মুহূর্তে ভারত থেকে কয়েকটি দেশে ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:০০
Travel advisory recommends avoiding these 3 international destinations amid the ongoing Iran Israel conflict

ইরান ও ইজ়রালের চলতি সংঘাত পশ্চিম এশিয়ার পর্যটন শিল্পে প্রভাব ফেলেছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত এক সপ্তাহ ধরে ইরান এবং ইজ়রালের সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছিল। তার মধ্যে রবিবার (ভারতীয় সময়) ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে এই খবর প্রকাশ্যে আনার পর থেকেই পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশ ‘সিঁদুরে মেঘ’ দেখতে শুরু করেছে।

রাজনৈতিক মহল এবং পর্যটন বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত পশ্চিম এশিয়ার একাধিক দেশে পর্যটন শিল্পে আগামী কয়েক সপ্তাহে প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে ইজ়রায়েল এবং ইরান তাদের আকাশসীমা সাধারণ যাত্রিবাহী বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র এই দুই দেশে আটকে থাকা পর্যটক এবং সাধারণ মানুষদের দেশে ফিরিয়ে আনার (যেমন ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত ইতিমধ্যেই ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে) চেষ্টা চলছে। আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ উড়ানের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। বহু এয়ারলাইন সংস্থার উড়ান বাতিল হয়েছে। পশ্চিম এশিয়ার আকাশপথ অনেকেই এড়িয়ে চলছে। ফলে ভারত থেকে পর্যটনের জন্য আগামী কয়েক সপ্তাহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্য এড়িয়ে চলা ভাল বলেই মনে করছেন ট্যুর অপারেটরদের একাংশ।

Travel advisory recommends avoiding these 3 international destinations amid the ongoing Iran Israel conflict

মিশরের পিরামিড। ছবি: সংগৃহীত।

১) মিশর: ভৌগোলিক অবস্থান অনুসারে ইজ়রায়েলের পশ্চিমে অবস্থিত মিশর। তাই ইজ়রালের পাশাপাশি মিশরের উপরেও চলতি যুদ্ধের প্রভাব পড়েছে। ভারতীয়দের কাছে মিশর আকর্ষণীয় গন্তব্য। ২০২৩ সালেই থেকে প্রায় দেড় লক্ষ ভারতীয় মিশরে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে পিরামিড, নীল নদ এবং মরুভূমির হাতছানি থেকে বিরত থাকার পরামর্শই দিচ্ছেন ট্যুর অপারেটরদের একাংশ।

Travel advisory recommends avoiding these 3 international destinations amid the ongoing Iran Israel conflict

তুরস্কের ‘হট এয়ার’ বেলুন সফর পর্যটকদের পছন্দের। ছবি: সংগৃহীত।

২) তুরস্ক: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের সময় পড়শি দেশকে সমর্থন জানিয়েছিল তুরস্ক। তার পর থেকেই একাধিক ভারতীয় ট্যুর অপারেটর এবং পর্যটকদের একটা বড় অংশ তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছিলেন। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তুরস্কের দক্ষিণ সীমান্তের লাগোয়া দেশ ইরান। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে তুরস্ক ভ্রমণের পরিকল্পনা খুব একটা সুরক্ষিত নয়।

Travel advisory recommends avoiding these 3 international destinations amid the ongoing Iran Israel conflict

জর্ডনের ‘ইম আল জিমাল’। ছবি: সংগৃহীত।

৩) জর্ডন: গত কয়েক বছরে পর্যটন শিল্পে ভারতীয়দের কাছে জর্ডন তালিকায় উপরের দিকে উঠে এসেছে। সমীক্ষা বলছে, ২০২৩ সালে প্রায় ৮০ হাজার ভারতীয় পর্যটক জর্ডনে ঘুরতে গিয়েছিলেন। নেপথ্যে রয়েছে ভারতীয়দের জন্য অন অ্যারাইভাল ভিসার প্রচলন। চলতি বছরে ভারত থেকে জর্ডনে সরাসরি বিমান পরিষেবাও চালু হওয়ার কথা। জর্ডনের পেট্রা (ইউনেস্কো হেরিটেজ সাইট: ইম আল জিমাল), ওয়াদি রাম শহর বা ডেড সি ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। কিন্তু দেশটির অবস্থান ইজ়রায়েল এবং ইরানের মাঝে। ফলে এই মুহূর্তে জর্ডন ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল।

Iran Isreal conflict Iran Israel War Impact International Travel Travel Guidelines Travel Tips travel safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy