সফরের সময় শুধু পোশাক নয়, দরকার হয় স্বাস্থ্যবিধি রক্ষার জিনিসপত্র থেকে প্রসাধনীও। প্রয়োজনের জিনিস হাতের কাছে থাকলে অনাবশ্যক হয়রান যেমন হতে হয় না, তেমনই সুবিধাও অনেক। কিন্তু জরুরি, টুকিটাকি জিনিস কী ভাবে গোছাবেন? কী ভাবে রাখলে, সমস্ত জিনিসই মিলবে খুব সহজে?
অনলাইনের সফর সামগ্রীর তালিকায় চোখ রাখলেই পাওয়া যায় টয়েলট্রি ব্যাগ। অসংখ্য চেন দেওয়া, ছোট ছোট খাপের এই ব্যাগগুলি যেমন সহজে বড় ব্যাগে ভরে ফেলা যায়, তেমনই ছোট ছোট খাপে রাখা যায় প্রয়োজনের হরেক জিনিসও। এমন এই ব্যাগ সফরের আগে তালিকা মিলিয়ে গুছিয়ে নিন। কী কী রাখবেন তাতে?
পরিচ্ছন্নতা বজায় রাখার জিনিসপত্র
হ্যান্ড স্যানিটাইজ়ার
আরও পড়ুন:
সোপ স্ট্রিপ
ব্রাশ এবং মাজন
দাঁত খোঁচানোর কাঠি
ন্যাপকিন, স্যানিটারি প্যাড (মহিলাদের জন্য)
দাড়ি কামানোর সরঞ্জাম (পুরুষদের জন্য)
টয়লেট শিট স্যানিটাইজ়ার স্প্রে
ইউরিনেট ডিভাইস (সংক্রমণ এড়াতে প্রস্রাবের সুবিধার জন্য বিশেষ ডিভাইস)
ত্বকের পরিচর্যার জিনিস
ক্লিনজ়ার
স্ক্রাবার
ময়েশ্চাইজ়ার
সানস্ক্রিন
লিপ বাম, লিপস্টিক
মুখ মোছার ওয়াইপ্স
শিট মাস্ক
নাইট ক্রিম
ফাউন্ডেশন, কাজল
চুলের জন্য
চিরুনি
ক্লিপ, ক্লাচার
শ্যাম্পু, কন্ডিশনার
ড্রাই শ্যাম্পু
প্রয়োজনের সব কিছুই গুছিয়ে নেওয়া যায় এমন ব্যাগে।
এমন ব্যাগ সঙ্গে রাখার সুবিধা কী?
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার জন্য যা প্রয়োজন সব কিছুই গুছিয়ে নেওয়া যায়। একটি ব্যাগেই ত্বকের পরিচর্যা থেকে স্নানের সময় যা দরকার সব মিলবে। এই ব্যাগগুলি জল নিরোধক হয়, ফলে স্নানঘরে রাখার সুবিধা রয়েছে। কোনও কোনও ব্যাগ হুকে ঝোলানোর জন্য প্লাস্টিকের আংটা করা থাকে।
কী ভাবে প্যাকিং করবেন?
সফরের সময় জরুরি জিনিস গোছগাছের পাশাপাশি মাথায় রাখতে হবে, লাগেজ যেন ছোট এবং হালকা হয়। সে কারণেই শ্যাম্পু থেকে বডি শ্যাম্পু— সব কিছুই ছোট ছোট কৌটোয় ভরে ফেলুন। প্রসাধনীও ছোট কৌটোয় ভরে নিলে ব্যাগে স্বল্প জায়গায় ধরে যাবে, ওজনেও হালকা হবে।