নিজস্বীতে মগ্ন ভাল্লুক। ছবি: টুইটার।
একসঙ্গে এক বারে কতগুলো নিজস্বী তুলেছেন? ১০, ২০ ৩০... আত্মমুগ্ধ হয় ৪০ টাও তুলেছেন কি? তাহলেও আপনি ডাহা ফেল করেছেন কলোরাডোর এক ভাল্লুকের কাছে। হাতে ক্যামেরা পেয়ে সে একসঙ্গে ৪০০টি ছবি তুলেছে নিজের। সেই সব ছবি নিয়ে লেখা একটি পোস্ট নেটাগরিকদের নেক নজরে পড়েছে। তাঁদের সৌজন্যেই সেই সব ছবি হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ঘটনাটি কলোরাডোর বুলডার জঙ্গলের। সেখানে ক্যামেরা লুকিয়ে বন্য প্রানীদের উপর নজরদারি চালাচ্ছিল এক সংস্থা। বন্যপ্রাণীদের আনাগোনায় লক্ষ রাখতেই এই ব্যবস্থা। হঠাৎই তেমন ক্যামেরা ধরা পড়ে যায় এক ভাল্লুকের চোখে।
Recently, a bear discovered a wildlife camera that we use to monitor wildlife across #Boulder open space. Of the 580 photos captured, about 400 were bear selfies.🤣 Read more about we use wildlife cameras to observe sensitive wildlife habitats. https://t.co/1hmLB3MHlU pic.twitter.com/714BELWK6c
— Boulder OSMP (@boulderosmp) January 23, 2023
বুলডার ওপেন স্পেস মাউন্টেন পার্ক নামের ওই সংস্থা ঘটনাটির কথা বেশ রসিয়েই লিখেছে তাদের টুইটার অ্যাকাউন্টে। তারা জানিয়েছে, তাদের ওয়াইল্ড লাইফ ক্যামেরার মোট ৫৯৮টি ছবি তুলেছিল বন্য প্রানীদের। তবে খুব বেশি সুযোগ বাকিরা পায়নি। একটি ভাল্লুক একাই ৪০০টি ছবি তুলেছে নিজের।
নিজস্বীপ্রেমী ওই ভাল্লুকের ছবিগুলো দিয়েই টুইটারে ওই পোস্ট করেছে সংস্থাটি। লিখেছে, এই ক্যামেরায় তোলা ছবি ভরে গিয়েছে ভাল্লুকের নিজস্বীতে।