Advertisement
E-Paper

চুপিসারে বাড়ির দরজায় কড়া নাড়ল বিশাল জাহাজ! গৃহকর্তার ঘুম ভাঙিয়ে ‘অতিথি’র খবর দিলেন প্রতিবেশী

নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট এলাকায় একটি বিশাল কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। জাহাজটি যোহান হেলবার্গ নামের ওই ব্যক্তির বাড়ির সামনের বাগানে এসে থামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১২:১০
A cargo ship to run aground near a Norwegian home

ছবি: সংগৃহীত।

ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা জাহাজ। কেমন হবে ভেবে দেখেছেন? এমনটাই ঘটেছে নরওয়ের এক ব্যক্তির সঙ্গে। ঘুম থেকে উঠতেই তাঁর চক্ষু চড়কগাছ। চোখের পাতা খুলতেই যা দেখলেন তা দুঃস্বপ্ন বলে মনে হয়েছিল প্রথমে। কারণ তাঁর বাড়ির দরজা থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়েছিল একটি পণ্যবাহী জাহাজ।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট এলাকায় ওই বিশাল জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। জাহাজটি যোহান হেলবার্গ নামের ওই ব্যক্তির বাড়ির সামনের বাগানে এসে থামে। কারণ জাহাজ নিয়ন্ত্রণের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে যোহানের কাঠের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ১৩৫ মিটার দৈর্ঘ্যের ‘এনসিএল সল্টেন’ নামের জাহাজটি তীরের উপর উঠে আসে।

এই ঘটনাটি প্রথমে চোখে পড়ে যোহানের এক প্রতিবেশীর। ভোর ৫টা নাগাদ তিনি এসে দরজায় কড়া নাড়েন। যোহানের সাড়া না পেয়ে তিনি ফিরে গিয়ে ফোন করে সমস্ত বিষয়টি জানান। জাহাজের দায়িত্বে থাকা ইউক্রেনীয় নাবিক জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাহাজের বিপদঘণ্টা অকেজো পড়েছিল। জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিলেন। তাঁদের কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। নরওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Norway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy