সত্তরোর্ধ্ব বৃদ্ধা। সম্বল বলতে শুধু একটি লাঠি, আর তাতেই রুখে দিলেন সশস্ত্র ডাকাতদের। দুই দলের মধ্যে বচসা ও হাতাহাতির সময় এক জন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করতে থাকেন। গোলমাল শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন বৃদ্ধা। হাতে লম্বা সরু লাঠি। সেটি উঁচিয়েই তেড়ে যান দু’জন যুবকের দিকে। সেই ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বৃদ্ধার সাহস দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বাড়ির বাইরে গোলমাল বেধেছে। সেখানে দু’জনকে মারামারি করতেও দেখা গিয়েছে। তাদের মধ্যে এক জনের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। সেই ঘটনা দেখে বেশ কয়েক জন লোক জড়ো হয়ে যায় সেখানে। উত্তেজনা বৃদ্ধি পেলেও কেউ যুযুধান দুই পক্ষকে থামাতে পারেননি। গোলমালের আওয়াজ পেয়ে বৃদ্ধ মহিলা লাঠি হাতে তাঁর ঘর থেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন আর এক তরুণী। কোনও রকম ভয় ও দ্বিধা ছাড়াই দুষ্কৃতীদের দিকে এগিয়ে যান বৃদ্ধা। লাঠি উঁচিয়ে বৃদ্ধাকে তেড়ে আসতে দেখে অস্ত্রধারী দুই ব্যক্তিও মানে মানে সরে পড়েন সেখান থেকে। মোরাদাবাদ পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে সঙ্গেই তা প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োটি ৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। বৃদ্ধার সাহসের বহর দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই বৃদ্ধা তাঁর সময়ে নিশ্চয়এ এক লেডি ডন ছিলেন।’’ আর এক জন মন্তব্য করেছেন, ‘‘সাহসের কোনও বয়স নেই।’’