রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণ। একপাল কুকুরের তাড়া খেয়ে প্রাণপণে দৌড়োতে শুরু করেন তিনি। কুকুরের কামড়ের হাত থেকে বাঁচতে দ্বিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান গুজরাতের সুরাতের বাসিন্দা ইব্রাহিম নামের ওই তরুণ। মাথায় ও মেরুদণ্ডে প্রবল আঘাত লাগে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কয়েক দিন পর মারা গেলেন ওই তরুণ। কুকুরের তাড়া খেয়ে পড়ে যাওয়ার সেই মর্মান্তিক ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে গত ২৪ অক্টোবর ৩৮ বছরের ইব্রাহিম সকালে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি সাইয়েদপুরা এলাকার ভান্ডারিওয়াদে। ছয় থেকে সাতটি কুকুরের একটি দল তাঁকে আক্রমণাত্মক ভাবে তাড়া করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দৌড়োতে শুরু করেন তিনি। রাস্তায় থাকা পাথরে হোঁচট খান। রাস্তায় জোরে ছিটকে পড়ে যান তরুণ। পড়ে যাওয়ার ফলে গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান তিনি। মেরুদণ্ডের একটি প্রধান স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসার পরে প্রাণ বাঁচানো যায়নি। সম্প্রতি মারা গিয়েছেন তরুণ।
Surat man dies from fall injury while running away from stray dog packhttps://t.co/csLgVGwHmv pic.twitter.com/z9dbwg0a07
— DeshGujarat (@DeshGujarat) November 6, 2025
ভিডিয়োটি ‘দেশগুজরাত’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে রাস্তার কুকুরের বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন নেটাগরিকেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিকদের হঠাৎ করেই আক্রমণ করছে কুকুরেরা। প্রশাসন এ ব্যাপারে উদাসীন।