Advertisement
E-Paper

মোবাইলে বুঁদ বালক, ঘরে ঢুকে পড়ল হিংস্র চিতাবাঘ! কী ঘটল তার পর?

দিনেদুপুরে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ল একটি বড়সড় চিতাবাঘ। সে সময়ে ওই ঘরে ছিল একটি বালক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৯
A leopard enters house when a boy seats with mobile there, what happens next

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ঘরে ঢুকে পড়েছিল সাক্ষাৎ বিপদ। তাকে দেখেও মাথা ঠান্ডা রেখে নিজের প্রাণ বাঁচাল এক খুদে। অবাক করা ভিডিয়োটি নজর কেড়েছে সমাজমাধ্যমের। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় ‘রাওচিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে ভাইরাল ভিডিয়োটি। যেখানে দেখা গিয়েছে, দিনেদুপুরে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়েছে একটি বড়সড় চিতাবাঘ। সে সময়ে ওই ঘরে ছিল একটি বালক। ভিডিয়োর শুরুটা দেখে আশঙ্কা তৈরি হয়েছিল, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের সোফায় শুয়ে মোবাইল ফোন দেখছে একটি বালক। হঠাৎ একটি চিতাবাঘ সটান ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে ভাগ্যের বিষয় সোফায় বসা ছেলেটিকে লক্ষ করেনি হিংস্র প্রাণীটি। চিতাবাঘটিকে দেখেও মুখ দিয়ে টুঁ শব্দটি বার করেনি বালকটি। দ্রুত সোফা থেকে নেমে মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজা আটকে দেয় সে। ভিডিয়ো দেখে বালকটির উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী। তবে ছেলেটির মোবাইলে আসক্তি নিয়েও মজার মন্তব্য করতে ছাড়েননি সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মজার মজার মন্তব্য জমা হয়েছে ভিডিয়োয়। অনেকে বলেছেন, জীবনের চেয়ে মোবাইল গেম বেশি গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসে পোস্ট হওয়া এই ভিডিয়োটিতে ২৪ লক্ষ লাইক জমা পড়েছে।

Viral Video Cheetah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy