জলের তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল একটি কুকুরছানা। প্রাণের মায়া না করেই সেই জলে ঝাঁপিয়ে পড়লেন এক তরুণ। স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে উদ্ধার করে নিরাপদ জায়গায় তুলে আনলেন মণিপুরের এক তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো দেখে তরুণের সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি অবোলা প্রাণীর জীবন বাঁচানোর ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
টানা বৃষ্টির কারণে মণিপুরের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাট নদীর রূপ নিয়েছে। ভেসে যাচ্ছে ঘরবাড়ি। ভিডিয়োয় দেখা গিয়েছে বন্যার জলে হাবুডুবু খেতে খেতে ভেসে যাচ্ছে একটি কুকুর। প্রাণীটিকে ভেসে যেতে দেখে অনেকেই সাহায্য করার জন্যে চিৎকার করতে থাকেন। তাঁদের মধ্যেই এক তরুণ কোনও কিছুর তোয়াক্কা না করে সেই স্রোতের মধ্যে লাফ দেন। ডুবন্ত কুকুরটিকে কোলে করে তুলে আনেন ডাঙায়। তা দেখে উপস্থিত সকলে উল্লাসে ফেটে পড়েন।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ডায়ানা ওয়ারেপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘হৃদয় ছুঁয়ে যাওয়া এক মুহূর্ত। মণিপুরে এক মেইতেই তরুণ তাঁর জীবনের ঝুঁকি নিয়ে একটি কুকুরকে স্রোতে ডুবে যাওয়া থেকে বাঁচান। মানবতা হারিয়ে যায়নি এখনও। কুকুরটির জীবন বাঁচাতে সাহায্যকারী সকলকে ধন্যবাদ।’’ ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তরুণের নিঃস্বার্থ আচরণ ও সাহসিকতার অকুণ্ঠ প্রশংসায় ভরে উঠেছে মন্তব্য বিভাগটি।