জঙ্গলের রাজার হাত থেকে মাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াল ছোট্ট শাবক। অসুস্থ মাকে বাঁচাতে অসম লড়াইয়ে মুখোমুখি হল পশুরাজের। শিকারির হাত থেকে মাকে রক্ষা করার দায়িত্ব নিল সে। দুর্বল মা জলহস্তীকে শিকার করতে এসে বাধা পেয়ে পিছু হটল বিশাল সিংহ। সেই ঘটনারই এক ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের একটি ভিডিয়ো আবারও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজর ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর ধারে ফাঁকা মাঠে শুয়ে রয়েছে একটি জলহস্তী। তার দিকে ধীরে ধীরে মৃত্যুদূতের মতো এগিয়ে আসছে একটি সিংহ। জলহস্তীটির নড়াচড়ার ক্ষমতা ছিল না। মায়ের বিপদ দেখে নিজের প্রাণের মায়া ত্যাগ করে জলহস্তী শাবক পাল্টা আক্রমণ শানাতে উদ্যত হয়। সিংহটিকে তাড়া করে সেটি। কিছুটা দূরে গিয়ে থমকে দাঁড়ায় শাবকটি। পিছু ফিরে মায়ের কাছে ফিরে আসতেই সিংহটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। নখ দিয়ে জলহস্তী শাবকটির পিঠে আঘাত করে। ওই অবস্থাতেই সে দৌড়ে চলে আসে মায়ের কাছে।
দুই শিকারকে হাতের কাছে পেয়েও শিকারি যেন হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করে। ধীর পায়ে সেখান থেকে সরে পড়ে। সিংহ সাধারণত জলহস্তী শিকার এড়িয়ে চলে, কারণ জলহস্তী আক্রমণাত্মক হলে মারাত্মক হয়ে ওঠে। এদের কামড় সহ্য করা কঠিন হয়ে পড়ে সিংহের মতো শক্তিশালী প্রাণীদেরও। ভিডিয়োটি এ পর্যন্ত ২০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। ইউটিউবে ‘লেটেস্ট সাইটিং’ বলে একটি চ্যানেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।