দুর্ঘটনার কবলে পড়া বিমানে দু’ঘণ্টা আগেই চড়েছিলেন। দিল্লি থেকে অহমদাবাদ ফিরছিলেন তিনি। সেই উড়ানের সময় বিমানে নানা ত্রুটি ও সমস্যার মুখোমুখি হয়েছিলেন যাত্রীরা, এমনটাই দাবি তুলেছেন আকাশ বৎস নামে এক তরুণ। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে তরুণ দাবি করেন, বিমানে শীতাতপ যন্ত্র, আলো ও টিভি স্ক্রিন ত্রুটিপূর্ণ ছিল। একাধিক ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন যে, দুর্ঘটনা ঘটার ঘণ্টা দুয়েক আগে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে করেই দিল্লি থেকে ফিরেছিলেন তিনি। সেই বিমানটিই উড়ানের কয়েক মিনিট পর সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের অনতিদূরে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ভিডিয়োগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উড়ানের আগে বিমানটির ভিতরে বেশ কয়েকটি ত্রুটির কথা তুলে ধরেছেন আকাশ। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের ভিতরে শীতাতপ যন্ত্রগুলি ঠিকমতো কাজ করছিল না। যাত্রীদের মধ্যে অনেকেই হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন এসি চলছে কি না। অনেকে গরমে হাঁসফাঁস করে বইকে পাখার মতো ব্যবহার করে হাওয়া খাচ্ছিলেন। আসনের সামনে বসানো টিভিগুলিও ত্রুটিপূর্ণ ছিল বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। এমনকি সব আলোও কাজ করছিল না। ভিডিয়োয় আকাশকে বলতে শোনা গিয়েছে, ‘‘কিছুই কাজ করছে না। আমি জানি না কেন আমি এই উড়ানটি বেছে নিয়েছি।’’ তিনি জানান, এয়ার ইন্ডিয়াকে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল করানোর জন্য ভিডিয়োগুলি ক্যামেরাবন্দি করেছেন।
প্রকাশিত হওয়ার পর প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ১ কোটি ৭০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লক্ষাধিক লাইক জমা পড়েছে তাতে। বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিয়োয়।