দুষ্টু ভিডিয়োর সাইটে ঘুরছে মহিলা প্রধানমন্ত্রীর ছবি। শুধু প্রধানমন্ত্রী নন দেশের বিরোধী দলনেত্রীর আপত্তিকর ছবিও পোস্ট করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে ইটালি জুড়ে। সরকারি মহল তোলপাড়। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অন্য মহিলা নেত্রীদের ভুয়ো ছবি পোস্ট করার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ইটালিতে একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী মেলোনি-সহ বেশ কয়েক জন বিশিষ্ট মহিলা নেত্রীর বিকৃত ছবি আপলোড করা হয়েছে। সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিগুলি আপত্তিকর ক্যাপশন-সহ প্রকাশ্যে আনা হয়েছে বলে অভিযোগ। আসল ছবিগুলির কোনওটা হাই প্রোফাইল ব্যক্তিদের সাক্ষাৎকারের সমাবেশের ছিল, কোনওটি আবার ছুটির দিনে তোলা ব্যক্তিগত মুহূর্তের। সংবাদমাধ্যমসূত্রে খবর, সব ছবিতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ জুম করে দেখানো বা যৌন ভঙ্গিমার পরামর্শ দেওয়ার মতো ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে।
যে ওয়েবসাইটে বিকৃত ছবিগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটির গ্রাহক সংখ্যা নেহাত কম নয়। সাত লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে এদের। ২০০৫ সালে এটি চালু হয়েছিল। দীর্ঘ দিন ধরে এই ওয়েবসাইটটি কোনও রকম নজরদারি ছাড়াই চালু ছিল। বিরোধী দল এবং অন্য মহিলা নেত্রীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, এই ধরনের ওয়েবসাইটগুলি অবিলম্বে বন্ধ করা উচিত। ইটালির ডেমোক্র্যাটিক পার্টির মহিলা নেত্রীদের অভিযোগের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রধানমন্ত্রী মেলোনি ছাড়া তাঁর বোনেরও বিকৃত ছবি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি মেলোনি। ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী ভ্যালেরিয়া ক্যাম্পাগনা অভিযোগ তুলেছেন, তাঁর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের ছবি সম্পাদনা করে ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। তার নীচে অশালীন এবং আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তিনি লিখেছেন, ‘‘এটি কেবল আমার সমস্যা নয়, প্রত্যেক মহিলার সমস্যা।’’