Advertisement
E-Paper

লেভেল ক্রসিং থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফস্কাল পা, ছিটকে পড়ে গুরুতর আহত তরুণ! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

লেভেল ক্রসিং পেরোনোর সময়ে এক তরুণকে দৌড়ে ও লাফিয়ে ট্রেনের দরজার হাতল ধরার চেষ্টা করতে দেখা যায়। ট্রেন ধরার চেষ্টা করার সময় পিছলে ট্রেন থেকে ছিটকে পড়ে যান তিনি। রেলস্টেশন নয়, রেলগেটের সামনের নিচু রাস্তা থেকে ট্রেনটি ধরার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে ফেলেন ওই তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১০:৫০
man slipped while trying to catch moving train

ছবি: সংগৃহীত।

রেল কর্তৃপক্ষের তরফে চলন্ত ট্রেনে না ওঠার জন্য বার বার অনুরোধ করা হয়। তা সত্ত্বেও কখনও বা স্টান্ট দেখাতে, আবার কখনও তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ বিপন্ন করতেও পিছপা হন না যাত্রীরা। চলন্ত ট্রেনে ওঠার ঝুঁকি নিতে গিয়ে কখনও দিতে হয় মারাত্মক খেসারতও। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে চরম বিপদ ডেকে আনছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক যাত্রী। লেভেল ক্রসিং পেরোনোর সময় এক তরুণকে দৌড়ে ও লাফিয়ে ট্রেনের দরজার হাতলটি ধরার চেষ্টা করতে দেখা যায়। ট্রেন ধরার চেষ্টা করার সময় পিছলে ট্রেন থেকে ছিটকে পড়ে যান তিনি। রেলস্টেশন নয়, রেলগেটের সামনের নিচু রাস্তা থেকে ট্রেনটি ধরার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে ফেলেন ওই তরুণ। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে অমৃতসর থেকে নয়াদিল্লির যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে জলন্ধরের কাছে কোনও একটি স্টেশনের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত তরুণের অবস্থা গুরুতর। ছিটকে পড়ে যাওয়ার কারণে মাথায় চোট লেগেছে তাঁর।

‘কার্তিকেয়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভাইরাল রিলটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘চলন্ত ট্রেন নিয়ে রসিকতা করবেন না।’’ ২৯ সেপ্টেম্বর পোস্ট করা এই রিলটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ৫ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। এক নেটমাধ্যম ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, ‘‘এত তাড়াহুড়োর কি ছিল? অন্য ট্রেনে যেতে পারতেন।’’

Indian Rail Rail Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy