ভিডিয়োর জন্য সন্তানের জীবনকে বাজি রাখলেন মা। ছাদের ধারে পাঁচিলে বসিয়ে ভিডিয়ো তুললেন এক তরুণী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়লেন শিশুর মা। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দিল্লির বাসিন্দা ওই তরুণী হলেন ইনস্টাগ্রাম প্রভাবী ও বিষয়বস্তু নির্মাতা বর্ষা যাদবংশী। তিনি ভিডিয়োটি পোস্ট করে লেখেন, ‘‘সবাইকে শুভ সকাল। আমি একজন সাহসী ছেলে এবং আমার প্রিয় মায়ের সঙ্গে সকালের রোদ গ্রহণ করছি।’’ শিশুটিকে ছাদের ধারে বসিয়ে এক হাতে ধরে রেখে বিপজ্জনক ভাবে ভিডিয়ো রেকর্ড করতে দেখা গিয়েছে বর্ষাকে। সেই ভিডিয়ো দেখে অনেকেই হতবাক হয়েছেন। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদের পাঁচিলের উপর শিশুটিকে বসিয়ে রেখেছেন। নীচে রাস্তা দেখা যাচ্ছে। তরুণী এক হাত দিয়ে বাচ্চাটিকে জড়িয়ে ধরে রয়েছেন। অন্য হাত দিয়ে ছাদ এবং নীচের রাস্তার মধ্যে দূরত্বের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। । ভিডিয়োয় মা এবং তাঁর সন্তানের সামনে থেকে তোলা একটি দৃশ্য দেখানো হয়েছে। এই ভিডিয়ো দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। এক জন লিখেছেন, ‘‘কিছু মানুষের কখনওই বাবা-মা হওয়া উচিত নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সন্তানের মা জানেন তিনি কী করছেন। শুধুমাত্র অন্যকে উত্তেজিত করতেই তিনি এই ভিডিয়োটি করেছেন।’’ আর এক জন মন্তব্য করেছেন, ‘‘বোকামির চরম অবস্থা। ’’
সমাজমাধ্যমে প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় বয়ে যেতে দেখে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ষা। তাঁর দাবি, ভিডিয়োটি রেকর্ড করার সময় তিনি তাঁর শিশুকে দুই হাতে ধরে রেখেছিলেন, এবং রেকর্ডিং বন্ধ করার ঠিক আগেই তিনি এক হাতে শিশুটিকে ধরে রাখার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন।