রাস্তার ধারে সার বেঁধে দাঁড় করানো ছিল আটটি বাইক। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এসে বাইকগুলিকে ধাক্কা মেরে উড়িয়ে দিলেন চালক। ঘটনায় আহত হলেন তিন জন। তার মধ্যে এক জন মহিলা গুরুতর ভাবে জখম হয়েছেন। রবিবার তেলঙ্গানার জানগাঁওয়ের সূর্যপেট রোডে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে পার্ক করা আটটি বাইককে ধাক্কা মারে সাদা রঙের একটি দ্রুতগামী গাড়ি। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘শঙ্কর১০০৩৮২’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেই ফুটেজে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সজোরে ধাক্কা মারল দাঁড় করিয়ে রাখা বাইকগুলিকে। রাতের অন্ধকারে নয়, বরং দিনেদুপুরেই ঘটেছে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনায় গাড়িটি প্রায় রাস্তায় উল্টে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়।
আড়াআড়ি ভাবে প্রবল গতিতে গাড়িটি এসে বাইকগুলিকে ধাক্কা দিয়ে ঘষতে ঘষতে খানিক দূর ঠেলে দেয়। ধাক্কা লাগার ফলে ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি। কয়েক জন সামনের সিঁড়িতে হামাগুড়ি দিয়ে উঠে প্রাণে বাঁচেন। প্রচণ্ড শব্দে আশপাশের লোকেরা ছুটে আসেন। গাড়ির ভিতরে চার জন মধ্যবয়সি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মত্ত চালককে পুলিশ আটক করেছে।