ছোট্ট চৌকো একটি গর্ত। তার মধ্যে দিয়ে বড়জোর একটি বেড়াল ঢুকতে বা বেরোতে পারবে। কয়েক ইঞ্চি সেই গর্ত দিয়ে আস্ত শরীর ঢুকিয়ে ফেলল চোরবাবাজি। দিব্যি সেই লোহার চৌকো আয়তক্ষেত্র দিয়ে ঘরের মধ্যে ঢুকে মোবাইল চুরি করে পালালেন এক ব্যক্তি। অদ্ভুত এই চুরির দৃশ্য প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমের পাতায়। সেই ভিডিয়ো দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। । ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
মাত্র ১ মিনিটের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে অবাক করা চুরির কায়দা। কালো গেঞ্জি ও খাকি রঙের হাফ প্যান্ট পরা এক ব্যক্তি লোহার জানলায় করা একটি গর্ত দিয়ে নিজের শরীর ঢুকিয়ে দিচ্ছেন। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে ওই চোরের শরীরের অর্ধেক অংশ গর্তের মধ্যে ঢোকানো। বাকি ঝুলছে বাইরে। নানা ভাবে বাঁকিয়েচুরিয়ে কসরত করে ধীরে ধীরে সে বাকি শরীরও ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলে। ঘরে ঢুকে একাধিক মোবাইল নিয়ে একই কায়দায় ওই গর্ত দিয়ে শরীর বার করে নিয়ে পালায়। ভিডিয়োটি ঘর কা কলেশ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি তিন লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ২ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়।