জাগুয়ার না অ্যানাকোন্ডা, কে বেশি শক্তিশালী? একটি জলের প্রাণী, আর একটি জঙ্গলের অন্যতম শিকারি প্রাণী বলে পরিচিত। দু’টি প্রাণীর শিকারের কায়দা ভিন্ন। দু’টিকেই ভয়াবহ শিকারি বলে মনে করা হয়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ঘন ঘাসবনের আড়ালে লুকিয়ে থাকা একটি দানবাকৃতির অ্যানাকোন্ডার সঙ্গে ‘যুদ্ধে’ নেমেছে জাগুয়ার। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রাম থেকে ছড়িয়ে পড়া শিকারের সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জাগুয়ারটি অ্যানাকোন্ডাটিকে ঝোপ থেকে টেনে বার করে আনে। ধারালো দাঁত ও শক্ত চোয়ালের সাহায্যে সাপটিকে বাগে আনার চেষ্টা করে শিকারি চতুষ্পদটি। অ্যানাকোন্ডাটিও সহজে ছে়ড়ে দেওয়ার পাত্র নয়। শিকারকে শক্ত করে পেঁচিয়ে, হাড় ভেঙে পুরোটা গিলে ফেলে অ্যানাকোন্ডা। সেই কায়দাতেই আক্রমণকারীকে জব্দ করার চেষ্টা করে ‘আমাজ়নের রাজা’। জাগুয়ার যখন অ্যানাকোন্ডাটিকে তার মুখের মধ্যে আটকে রাখে তখন অ্যানাকোন্ডা মরিয়া হয়ে জাগুয়ারের মুখ পেঁচিয়ে ধরার চেষ্টা করে। কিন্তু, জাগুয়ারটি দ্রুত মুখ থেকে সরিয়ে নেয়। সাপটিকে কব্জা করে ঘাসবনের আড়ালে ঢুকে যায়। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
‘জাগুয়ার_প্যান্টালানট্যুর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই রিলটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘এই মুহূর্তটির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। একটি তরুণ জাগুয়ার, সম্প্রতি তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে শিকার শিখছে। শিকারিটি একটি হলুদ অ্যানাকোন্ডা মেরে ফেলতে সক্ষম হয়েছে। কী অবিশ্বাস্য দৃশ্য!’’ নেটমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে জাগুয়ারের সাহসের প্রশংসা করেছেন। এক জন লিখেছেন, “জাগুয়ারের হাত থেকে বেঁচে ফেরা শক্ত। ক্ষিপ্র শিকারি প্রাণী এটি।’’