চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে মোবাইলের দোকান থেকে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক ডাকাত। গ্রাহক সেজে দোকানের মালিককে বিভ্রান্ত করে ড্রয়ার থেকে নগদ টাকা ছিনিয়ে পালিয়ে গেল এক তরুণ। উত্তরপ্রদেশের বিজনৌরে ঘটনাটি ঘটেছে ৩০ এপ্রিল বুধবার। ডাকাতির ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ভিডিয়োটি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দোকানে মোবাইল রিচার্জ করতে এল জ্যাকেট পরা এক তরুণ। কেউ যাতে তাকে চিনতে না পারেন সে জন্য মুখে মাস্ক পরে এসেছিল ওই ব্যক্তি। সংবাদ প্রতিবেদন অনুসারে, লোকটি প্রথমে দোকানে থাকা ব্যক্তি সুহেলকে ১৯ টাকায় তার মোবাইল ফোন রিচার্জ করতে বলে। কয়েক মিনিট পরে ২৯ টাকায় আরও একটি রিচার্জের অনুরোধ করে সে। সুহেল যখন রিচার্জে ব্যস্ত ছিলেন, তখন ডাকাতি করতে আসা যুবক তার জ্যাকেটে লুকোনো লঙ্কাগুঁড়ো বার করে দোকানির চোখে ছুড়ে মারে। আচমকা এই আক্রমণে হতচকিত হয়ে পড়েন সুহেল নামের ওই তরুণ। লঙ্কার গুঁড়োয় চোখমুখ জ্বলতে থাকে তাঁর। সাময়িক ভাবে অন্ধ হয়ে যান তিনি।
এই সুযোগকেই কাজে লাগিয়ে দোকানের ড্রয়ার থেকে টাকা তুলে নিয়ে চম্পট দেয় ডাকাত। ওই অবস্থাতেই বিক্রেতা ডাকাতকে তাড়া করেন। সাহায্যের জন্য চিৎকার করলে আশপাশের লোকেরা ছুটে আসেন। তাঁরা সুহেলের চোখ ধুয়ে দেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ডাকাতকে শনাক্ত করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।