এক রেস্তরাঁর পার্কিংয়ের জায়গায় গাড়ি রেখে মাত্র ২০ মিনিটের জন্য খাবার খেতে গিয়েছিলেন ব্যাঙ্গালোরের বাসিন্দা এক তরুণী। ফিরে এসে গাড়ির হাল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় তাঁর। ১.৪ কোটি টাকার বিলাসবহুল গাড়িটি কারা যেন দুমড়ে-মুচড়ে দিয়েছে। পার্কিং লটে থাকা গাড়িটি নিয়ে হোটেলের কর্মীরা রিল তৈরি করতে শুরু করেন বলে অভিযোগ। আনাড়ি হাতে গাড়িটি চালাতে গিয়ে দেওয়ালে ধাক্কা লাগে। ভাঙাচোরা গাড়ির সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে দামি গাড়িটির দফা রফা করে দিয়েছেন রিল-ভিডিয়ো নির্মাতারা। গাড়ির সামনের অংশটি ধাক্কা লেগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর মারাঠাহাল্লির বাসিন্দা ওই তরুণী ২০ মিনিটের খাবারের কারণে ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। বেঙ্গালুরুর ‘দ্য বিগ বারবিকিউ’য়ে পার্কিংয়ের জন্য ‘ভ্যালেট ড্রাইভার’দের কাছে প্রায় ১.৪ কোটি টাকা মূল্যের গাড়িটি রাখতে দিয়েছিলেন তিনি। হোটেলের কর্মীরা গাড়িটি পার্ক করার বদলে সেটি নিয়ে চালানোর চেষ্টা করে ও ভিডিয়ো তৈরি করে। গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি সারানোর জন্য তরুণীকে ২০ লাখ টাকা খরচ করতে হবে বলে জানা গিয়েছে। রেস্তরাঁটি দায় এড়াতে চালকদের নাম ও ঠিকানা দিতে রাজি হয়নি। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে তরুণীকে ২ লক্ষ টাকায় বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
‘কর্নাটকপোর্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োটি ৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভারতে এমন লোকের সংখ্যা বেশি যাঁরা অন্যের জিনিসকে নিজের মনে করেন। ক্ষতি করতে এক মিনিটও সময় নেন না।” আর এক জন লিখেছেন, ‘‘এই ধরনের ক্ষেত্রে পুলিশের কঠোর পদক্ষেপ করা উচিত। কিন্তু মনে হচ্ছে পুলিশ নিজেই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে।’’