বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক তরুণ। দড়ি ছিঁড়ে গিয়ে ১৮০ ফুট উপর থেকে নীচে পড়ে গেলেন তিনি। মারাত্মক ভাবে আহত হন ওই যুবক। ঘটনাটি উত্তরাখণ্ডের হৃষীকেশের। বুধবার তপোবন-শিবপুরী রোডের থ্রিল ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার পার্কে এই ঘটনাটি ঘটে। সেই ঘটনারই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ১৮০ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর আহত হন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে আহত তরুণের নাম সোনু। বয়স ২৪। তিনি হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে বাঞ্জি জাম্পিং করতে যান। কিন্তু হঠাৎ দড়িটি ছিঁড়ে যায়। ফলে তিনি উঁচু থেকে পড়ে যান। একটি টিনের চালায় পড়ে শরীরে মারাত্মক চোট লাগে সোনুর। তড়িঘড়ি তাঁকে হৃষীকেশের এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Please watch this video carefully
— Amit Behal (@amitbehalll) November 13, 2025
My friend visited Thrill Factory, Rishikesh yesterday for bungee jumping, and just 7 minutes after their turn, a major accident took place (12 Nov 2025, around 4:33 PM).
It could’ve been my friend or his sister they were literally saved by… pic.twitter.com/24u0SkMGxS
ভিডিয়োটি একটি এক্স হ্যান্ডলে পোস্ট করার পর লেখা হয়েছে এক তরুণ ও তাঁর বন্ধুরা থ্রিল ফ্যাক্টরিতে বাঞ্জি জাম্পিং করতে গিয়েছিলেন। তাদের পালা শুরু হওয়ার মাত্র সাত মিনিট পরেই এই দুর্ঘটনাটি ঘটে। ‘অমিতবেহাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট হওয়ার পর প্রচুর মানুষ তা দেখেছেন। ভয় ধরানো এই ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা ও বিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।