Advertisement
E-Paper

ঘোড়ার পিঠে চেপে স্কুলে যাতায়াত করে ‘যুবরাজ’! আট বছরের খুদের সাহস মন জয় করে নিল নেটাগরিকদের

অসমের কামরূপের ছায়গাঁও এলাকার বোরবাকরা গ্রামের আট বছর বয়সি যুবরাজ রাভা গত বছর থেকে ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়া শুরু করেছে। ছায়গাঁও শিক্ষা ব্লকের আওতাধীন দক্ষিণ পান্তানের একটি ইংরেজি বিদ্যালয়ের ছাত্র সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭
a class three student has been riding to school on horseback

ছবি: সংগৃহীত।

স্কুলভ্যান, সাইকেল বা পায়ে হেঁটে নয়, ঘোড়ায় চড়ে স্কুলে যায় খুদে পড়ুয়া। মাত্র আট বছর বয়স। তার স্কুলে যাওয়ার বাহন একটি প্রমাণ আকারের ঘোড়া। রোজ তাতে চড়েই স্কুলে যাতায়াত করে অসমের এই পড়ুয়া। চমকপ্রদ এই দৃশ্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে অসমের কামরূপের ছায়গাঁও এলাকার বোরবাকরা গ্রামের আট বছর বয়সি যুবরাজ রাভা গত বছর থেকে ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়া শুরু করেছে। ছায়গাঁও শিক্ষা ব্লকের আওতাধীন দক্ষিণ পান্তানের একটি ইংরেজি বিদ্যালয়ের ছাত্র সে। তার এই ঘোড়ায় চড়ে রোজ স্কুলে আসার পদ্ধতি সম্প্রতি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কাঁধে স্কুলব্যাগ নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ঘোড়াটি ছুটিয়ে সে স্কুলে এসে পৌঁছোচ্ছে। নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার সঙ্গে দেখা করতে উৎসাহী অনেকেই স্কুলে ভিড় করছেন। সহপাঠীদের মধ্যেও তাকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। স্কুলের ছাত্রের আত্মবিশ্বাস ও অদম্য চেষ্টা দেখে গর্বিত স্কুলের শিক্ষকেরাও। সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে সহকারী শিক্ষক হৃদয় ডেকাই জানান, ছেলেটির পরিবার পাহাড়ি এলাকায় বাস করে। যেখানে নিয়মিত পরিবহণের কোনও ব্যবস্থা নেই। ঘোড়ায় চড়েই তাকে সময়মতো স্কুলে পৌঁছোতে হয়। তিনি এ-ও বলেন ‘‘শিশুটির দৃঢ় সংকল্প অনেকের জন্য অনুপ্রেরণা।’’

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে। ‘গোনর্থইস্টইন’ নামের একটি হ্যান্ডল থেকেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেই পোস্টে। এক জন লিখেছেন, ‘‘ছোট্ট এই ছাত্রটির লেখাপড়ার প্রতি ভালবাসা অনেকের কাছে উদাহরণ হিসাবে রয়ে যাবে।’’

Assam Viral News animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy