Advertisement
E-Paper

একই পুরুষসঙ্গীর সঙ্গে সহবাস মা ও মেয়ের! অন্তঃসত্ত্বা হলেন দু’জনই, ভিডিয়ো প্রকাশ হতেই নিন্দার ঝড়

একটি ভিডিয়োয় তরুণী দাবি করেছেন, তিনি ও তাঁর মা অন্তঃসত্ত্বা। তাঁদের আগত সন্তানদের পিতা এক জনই। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫
a mother and her daughter, both pregnant with a same man

ছবি: সংগৃহীত।

মা ও মেয়ে একই সঙ্গে অন্তঃসত্ত্বা। তাঁদের দু’জনের আগত সন্তানের বাবা এক জনই। মা ও মেয়ে দু’জনেই সমাজমাধ্যমে দাবি করেছেন, তাঁরা একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। একই পুরুষের সঙ্গে একত্রবাস করার ফলে তাঁরা দু’জনেই সন্তানের জন্ম দিতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অদ্ভুত ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োয় তরুণী দাবি করেছেন, তিনি ও তাঁর মা অন্তঃসত্ত্বা। তাঁদের আগত সন্তানদের পিতা এক জনই। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, জেড টিন নামের তরুণী ও তাঁর মা ড্যানি সুইংস এক সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। ড্যানি সুইংস নামের ৪৪ বছর বয়সি তরুণী তাঁর মেয়ে জেডের জন্মের পরই সঙ্গীর থেকে আলাদা হয়ে যান। পরে নিকোলাস ইয়ার্ডি নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ড্যানি। তাঁরা দু’জন কয়েক দিন ডেট করার পর একত্রবাস করা শুরু করেন। ড্যানি তাঁর মেয়ে জেডকেও সেই বাড়িতে নিয়ে চলে আসেন। জেডের বয়স ২২ বছর। তাঁর সৎবাবা নিকোলাসের সঙ্গে জেডের বয়সের ব্যবধান খুব কম। সময় গড়ালে জেড এবং নিকোলাসের মধ্যেও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়।

সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন দু’জনের সঙ্গেই শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন নিকোলাস। সম্পর্কের অস্বাভাবিকতা প্রকট হয়ে ওঠে দু’জনেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তীব্র ক্ষোভ ও সমালোচনায় ফেটে পড়েছেন বহু সমাজমাধ্যম ব্যবহারকারী। আগত সন্তান ও পরিবারের সদস্যদের মধ্যে কোন সম্পর্ক তৈরি হবে তা নিয়ে ধন্দে পড়েছেন নেটাগরিকেরা। তবে মা, মেয়ে ও তাঁদের প্রেমিকের বিষয়টি নিয়ে কোনও সমস্যা নেই। ভিডিয়োয় দেখা গিয়েছে, মা ও মেয়ে দু’জনের গর্ভাবস্থার আনন্দ একসঙ্গে ভাগ করে নিয়েছেন ও উদ্‌যাপন করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ড্যানি, জেড এবং নিকোলাস একসঙ্গেই বসবাস করেন এবং তাঁদের শোয়ার ঘরও এক।

ভিডিয়োটি দু’মাসের পুরনো। তার পরে ড্যানি বা জেড কেউই নতুন করে কোনও ভিডিয়ো আপলোড করেননি। সন্তানের জন্ম হয়েছে কি না সে নিয়ে নতুন কোনও সংবাদ ভাগ করে নেননি তাঁরা। তাই নেটাগরিকদের একাংশ মনে করছেন, পুরো ব্যাপারটি সাজানো হতে পারে। মনোযোগ আকর্ষণের জন্য একটি স্টান্ট বলে মনে করছেন বহু নেটাগরিকই।

Pregnancy Viral News america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy