Advertisement
E-Paper

স্বাস্থ্য অধিকর্তার দফতরেই অমিল হুইলচেয়ার! স্বামীকে কাঁধে বয়ে শংসাপত্র নিতে এলেন স্ত্রী

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর স্বামীর জন্য প্রতিবন্ধী শংসাপত্র পেতে রায়বেরেলির সিএমও অফিসে গিয়েছিলেন। সেখানে স্ট্রেচার বা হুইলচেয়ার না থাকার কারণে স্বামীকে পিঠে করে বহন করা ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৮:১১
a woman carries her disabled husband on her back

ছবি: সংগৃহীত।

স্বামী অশক্ত, প্রায় চলচ্ছক্তিহীন। অথচ প্রতিবন্ধী শংসাপত্র নিতে যেতে হবে সিএমও-এর দফতর। সেই পথ হেঁটে যাওয়া সম্ভব নয় তরুণের। সমস্যা গভীর হলেও হার মানতে রাজি নন স্ত্রী। প্রতিবন্ধী স্বামীকে পিঠে করে সিএমও অফিসে নিয়ে হাজির করলেন স্ত্রী। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো দেখে ওই তরুণীকে কুর্নিশ জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। সমাজমাধ্যমে নজর কেড়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর স্বামীর জন্য প্রতিবন্ধী শংসাপত্র পেতে রায়বেরেলির সিএমও অফিসে গিয়েছিলেন। সেখানে স্ট্রেচার বা হুইলচেয়ার না থাকার কারণে স্বামীকে পিঠে করে বহন করা ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর। ওই অবস্থায় তাঁকে পিঠে করে বয়ে নিয়ে অফিস চত্বরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। রায়বেরেলির ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে ক্ষোভের ঝড় তুলেছে। খোদ মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দফতরে স্ট্রেচার বা হুইলচেয়ারের মতো ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন ঘটনাটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চরম অবহেলার দিকটি প্রমাণ করে দিয়েছে। নেটাগরিকদের অনেকে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠককে ট্যাগ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভিডিয়োটি এক্সে ‘ওমশর্মা০২০৩’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

Uttar Pradesh Raibareli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy