Advertisement
E-Paper

সামনেই সাক্ষাৎ মরণফাঁদ, ছুঁলেই ঘটবে মৃত্যু! অনায়াসেই সেই ফাঁদ এড়াল গজরাজ, বুদ্ধি দেখে তাজ্জব নেটপাড়া

বনের মধ্যে চারদিকে তারের বেড়া দেওয়া। একটি হাতি সেটিকে পার করার চেষ্টা চালাচ্ছে। আর সে কাজে সফলও হয় হাতিটি। বৈদ্যুতিক বেড়ার সামনে এসে দাঁড়ায় হাতিটি। বুদ্ধিমান প্রাণীটি তারে শুঁড় না জড়িয়ে কাঠের একটি স্তম্ভকে পেঁচিয়ে ধরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৫:২৯
elephant intelligently disabling fence

ছবি: সংগৃহীত।

বন্যপ্রাণীদের মধ্যে হাতিকে তীক্ষ্ণবুদ্ধির প্রাণী বলে ধরা হয়। হাতির স্মৃতিশক্তি বেশ প্রখর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। যেখানে একটি হাতির আচরণ দেখে বিস্মিত হতে হয়। হাতিটি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। চতুর বুদ্ধির প্রাণীটিকে দেখা গিয়েছে একটি বৈদ্যুতিক বেড়াকে উপ়ড়ে ফেলতে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। নেটাগরিকেরা হাতির বুদ্ধিমত্তা দেখে অবাক হয়েছেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক পারভীন কাসওয়ান। তবে এই ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও সঠিক তথ্য জানা যায়নি। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে বুদ্ধি খাটিয়ে বিদ্যুতের বেড়া টপকে যাচ্ছে একটি হাতি। বনের মধ্যে চারদিকে তারের বেড়া দেওয়া। একটি হাতি সেটিকে পার করার চেষ্টা চালাচ্ছে। আর সে কাজে সফলও হয় হাতিটি। বৈদ্যুতিক বেড়ার সামনে এসে দাঁড়ায় হাতিটি। বুদ্ধিমান প্রাণীটি তারে শুঁড় না জড়িয়ে কাঠের একটি স্তম্ভকে পেঁচিয়ে ধরে। প্রথমে হাতিটি শুঁড় দিয়ে কাঠের খুঁটির উপরের দিকে ধরে। উপর থেকে কয়েক ইঞ্চি ছেড়ে বিদ্যুতিক তারগুলি লাগানো ছিল। শুঁড় দিয়ে হাতিটি কাঠের খুঁটিটিকে নাড়িয়ে নাড়িয়ে টেনে মাটিতে ফেলে দেয়। এতেই শেষ হয়নি, কাঠের খুঁটিটিকে হাতিটি তুলে নিয়ে সপাটে আছড়ে ফেলে।বিদ্যুতের তারগুলি এক অপরের সঙ্গে জড়িয়ে যায়। হাতিটি সেই তারগুলি টপকে ধীরে ধীরে গন্তব্যের দিকে রওনা দেয়।

ভিডিয়োটি পোস্ট করে পারভীন লেখেন হাতিটি ‘‘পদার্থবিদ্যায় একজন দক্ষতা অর্জন করেছে। দেখুন কত বুদ্ধিমত্তার সঙ্গে এটি বিদ্যুতের বেড়াটিকে ধরাশায়ী করেছে। আমরা এমন অনেক ঘটনাও নথিভুক্ত করেছি - শীঘ্রই একটি গবেষণা প্রকাশিত হবে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ৯ হাজার মানুষ ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। হাতির জ্ঞানের বহর দেখে এক জন লিখেছেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ভুলে যান। হাতির বুদ্ধিমত্তা এমন একটি বিষয় যা অধ্যয়নের যোগ্য।’’

animal video Wild Elephant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy