Advertisement
E-Paper

বিদেশ সফরে গিয়ে স্ত্রীর হাতে থাপ্পড়! বিতর্কিত ভিডিয়ো কতটা সত্য? মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট স্বয়ং

সোমবার হ্যানয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ভাইরাল ভিডিয়োটির কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘‘একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে যে আমি আমার স্ত্রীর সঙ্গে মজা করছি এবং তাঁকে উত্ত্যক্ত করছি। সেই ভিডিয়োটি একটি বিপর্যয়ে পরিণত হয়েছে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৯:৫৮
French President Emmanuel Macron  video

ছবি: সংগৃহীত।

স্ত্রীর হাতে থাপ্পড় খাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁই। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গিয়ে বিমান থেকে নামার সময় হাত বাড়িয়ে দিতেই প্রেসিডন্টের স্ত্রী ব্রিজেৎ তাঁর মুখে ধাক্কা মেরে বসেন। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন ফরাসি প্রেসিডেন্ট । ভিডিয়োর সত্যতা স্বীকার করে নিয়েছেন তিনি। এমন ঘটনা যে ঘটেছে তা অস্বীকার করেননি মাক্রোঁ। তবে, এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে ঘিরে যে চর্চা চলছে তা নিয়ে মুখ খুলেছেন তিনি।

সোমবার হ্যানয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ভাইরাল ভিডিয়োটির কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘‘একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে যে আমি আমার স্ত্রীর সঙ্গে মজা করছি এবং তাঁকে উত্ত্যক্ত করছি। সেই ভিডিয়োটি একটি বিপর্যয়ে পরিণত হয়েছে। বিভিন্ন মানুষ এটি ব্যাখ্যা করার জন্য নানা তত্ত্বও নিয়ে আসছেন।’’ তিনি জানান ভিডিয়োটি একেবারে খাঁটি ও বাস্তব। কিন্তু ভিডিয়োটিকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে কড়া সমালোচনা করেছেন। এই ধরনের ভিডিয়ো নিয়ে প্রচুর কারচুপি করা হয়ে থাকে বলে জানান তিনি। কিন্তু এই ভিডিয়োকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য বিষয়ে যা কাটাছেঁড়া চলছে তাতে স্পষ্টতই বিরক্ত ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ।

কী ঘটেছিল সে দিন? রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন মাক্রোঁ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ব্রিজিৎও। সন্ধ্যায় তাঁর বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পরের মুহূর্তের একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বিমানের দরজা খুলতেই দেখা গিয়েছে ফরাসি প্রেসিডেন্টকে। তিনি নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে একটি হাত ধেয়ে আসে তাঁর মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে যান মাক্রোঁ! পরমুহূর্তে সামলে নেন নিজেকে। স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো ঝড় তুলেছে নেটমাধ্যমে। চলছে হাসিঠাট্টাও। প্রশ্ন উঠেছে নানা রকম। মাক্রোঁর এক ঘনিষ্ঠসূত্র ফরাসি সংবাদমাধ্যম ‘বিএফএমটিভি’কে জানিয়েছেন, প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়া শুরুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল। তবে তা ছিল নিতান্তই ‘দাম্পত্যকলহ’।

Emmanuel Macron france
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy