প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। হাত নেড়ে ট্রেন থামানোর মরিয়া চেষ্টা করছেন যাত্রী। দেরি হয়ে যাওয়ায় প্রৌঢ় যাত্রী সময়মতো ট্রেনে উঠতে পারেননি। মুখের সামনে দিয়ে রাজেন্দ্র নগর তেজস রাজধানী এক্সপ্রেসটি প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করে। পটনা স্টেশনে এক যাত্রী হাত নেড়ে ট্রেনের কর্মী এবং ভিতরে থাকা অন্যান্য যাত্রীদের ট্রেন থামিয়ে গেট খোলার জন্য অনুরোধ করতে থাকেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তেজস রাজধানী ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। ট্রেনে উঠতে না পারা এক যাত্রী সেখানে দাঁড়িয়ে হাত দেখিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করতে থাকেন। স্টেশনে থাকা এক ব্যক্তি দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকেন। সেই ভিডিয়ো করতে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, ট্রেনটি ১৫ মিনিট দেরিতে ছেড়েছে। তা-ও যাত্রী ট্রেনটি ধরতে পারেননি। তেজসের দরজাগুলি স্বয়ংক্রিয় হওয়ায় হাত দিয়ে খোলা সম্ভব নয়। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করলেও চলন্ত ট্রেন ধরার কোনও উপায় নেই। যদিও এই ধরনের ঝুঁকি নেওয়া অনুচিত। ক্রমাগত হাত নাড়ার ফলে তেজস-রাজধানীর গার্ড যাত্রীর অনুরোধে সাড়া দেন। ট্রেনটি প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে যেতেও থেমে যায়। দরজা খুলতেই শেষ কামরায় উঠে পড়েন ওই যাত্রী। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
৪৯ সেকেন্ডের ভাইরাল এই ভিডিয়োটি ‘অ্যামশুভমরকিং’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি ৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। এক যাত্রীর জন্য ট্রেনটি থামিয়ে দেওয়ায় রেলের গার্ডের ভূমিকার প্রশংসা করেছেন নেটাগরিকেরা।