মেলায় নাগরদোলার ব্যবসা করে দিনে ১০ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। ভাইরাল এক ভিডিয়ো ঘিরে এমনটাই দাবি উঠেছে সমাজমাধ্যমে। মেলায় ঘুরতে যাওয়া দুই তরুণ একটি ক্যারোসল রাইড (সুউচ্চ নাগরদোলা) চালকের দৈনিক রোজগারের হিসাব করে দেখিয়েছেন সেই ভিডিয়ো। নাগরদোলার টিকিট কেটে চালকের সঙ্গে কথোপকথনের দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
যে কোনও মেলার প্রধান আকর্ষণই হল নাগরদোলা। আর এই ধরনের উঁচু নাগরদোলা বা জয়রাইডগুলির টিকিটের দাম প্রতি বছরই বাড়তে থাকে। টিকিটের দামের হিসাব কষে এক জন নাগরদোলা চালকের আয় কত হতে পারে তা তুলে ধরেছেন দুই বন্ধু। দুই তরুণ মেলায় পৌঁছে দোলনা অপারেটরের দৈনিক আয় গণনা করেছিলেন। সেই ফলাফল শুনে নেটাগরিকেরা হতবাক হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন:
ভিডিয়োয় থাকা এক তরুণকে বলতে শোনা গিয়েছে, অপারেটর প্রতিটি রাইডের জন্য ২০০ টাকা নিচ্ছেন। তার পর তিনি ভিড়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে ব্যাখ্যা করেন যে প্রায় ১০০ জন একসঙ্গে দোলনায় চড়ার জন্য আসেন। এর অর্থ হল প্রতি রাইডের জন্য ২০ হাজার টাকা আয় হয়। প্রতিটি রাইড মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়। দুই তরুণের মধ্যে এক জন মজা করে দোলনা চালককে জিজ্ঞাসা করেন, ‘‘ভাই, তার মানে কি তুমি দিনে ১০ লক্ষ টাকা আয় করো?’’
ইনস্টাগ্রামের ‘ইউভিচার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। ৫৭ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। বহু নেটাগরিকই নাগরদোলা চালকের আয় শুনে চোখ কপালে তুলেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, ‘‘যাঁরা মনে করছেন ইনি অনেক আয় করছেন, তাঁদের নিজেদের চেষ্টা করে দেখা উচিত। তার পর দেখবেন কত ভাড়া, বিদ্যুৎ এবং শ্রম লাগে।’’