Advertisement
E-Paper

মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে মাটিতে পড়ে টুকরো-টুকরো হল এসইউভি! তবু যমরাজকে ফাঁকি দিলেন চালক

গত শনিবার ব্রাজ়িলের সাও পাওলোতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সিঁড়ির উপর দিয়ে দ্রুত গতিতে একটি এসইউভি শূন্যে উড়ে পড়ে মাটিতে। গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:২৫
uncontrolled SUV is flying through the air from huge stairway

ছবি: সংগৃহীত।

নিয়ন্ত্রণ হারিয়ে খাড়া সিড়ি থেকে শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়ল একটি এসইউভি। কয়েক ফুট উঁচু থেকে পড়ার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে গেলেন চালক। ভয়াবহ দুর্ঘটনার সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন অনেকে। ঘটনাটি ব্রাজ়িলের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সিসিটিভিতে ধরা পড়া ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড গতিবেগে ছুটে আসছে একটি কালো রঙের এসইউভি। মোড় ঘোরার চেষ্টা করতেই চালক নিয়ন্ত্রণ হারান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে গাড়ির চালকের নাম রেলসন সুজ়া। গত শনিবার সাও পাওলোয় ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তার মোড় নেওয়ার পরিবর্তে সুজ়া দ্রুত গতিতে গাড়িটি সোজাই চালিয়ে দেন। সেখানের ফাঁকা অংশে ছিল সিঁড়ি। সিঁড়ির উপর দিয়ে দ্রুত গতিতে গাড়িটি শূন্যে উড়ে পড়ে মাটিতে। গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পথচারীদের চলার জন্য সিঁড়ির মাঝখানে থাকা ধাতব রেলিংয়ে ধাক্কা খেয়ে গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে যান সুজ়া। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গাড়িটি টুকরো টুকরো হয়ে গেলেও ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন সুজ়া। দুর্ঘটনার ফলে গাড়ি থেকে ছিটকে পড়লেও সামান্য চোট লাগা ছাড়া আর কিছুই হয়নি তাঁর। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এক্স রে ও স্ক্যান করে দেখা যায়, তেমন কোনও চোট আঘাত লাগেনি সুজ়ার। দুর্ঘটনার ভিডিয়োটি দেখার পর গাড়ির অবস্থা দেখে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন সুজ়া। সংবাদমাধ্যমে সুজ়া জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তিনি মাতাল কিংবা মাদকাসক্ত ছিলেন না। উচ্চ রক্তচাপের ওষুধ না খাওয়ার জন্য অসুস্থ বোধ করার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশও তাঁর এই বক্তব্য নিশ্চিত করেছে। ভিডিয়োটি ‘ভলক্যাহোলিক’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে।

Sao Paulo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy