Advertisement
E-Paper

মাঝসমুদ্রে নিখুঁত নিশানায় মাদকবোঝাই নৌকা ধ্বংস করল মার্কিন বাহিনী! ভিডিয়ো প্রকাশ করে দাবি করল আমেরিকা

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সমাজমাধ্যমে ঘোষণা করেছেন যে, পূর্ব প্রশান্ত মহাসাগরের জলসীমায় সর্বশেষ হামলায় দু’জন মাদক পাচারকারী নিহত হয়েছেন। ফলে গত মাস থেকে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা ৩৪ ছাড়িয়ে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:১১
US military launched its eighth strike against an alleged drug-carrying vessel

ছবি: সংগৃহীত।

প্রশান্ত মহাসাগরে ফের মাদকভর্তি একটি নৌকা ধ্বংস করল আমেরিকা। সে দেশের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে সফল হামলার কথা জানান। এই নিয়ে আট বার অভিযান চালিয়ে মাদকবোঝাই জাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী। এই হামলার ফলে মাদক পাচারকারীদের মধ্যে দু’জন নিহত হয়েছেন বলে হেগসেথ জানিয়েছেন। জাহাজ ধ্বংসের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে হেগসেথের পোস্টে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।

প্রতিরক্ষা সচিবের পোস্ট করা সংক্ষিপ্ত সেই ভিডিয়োয় বাদামি রঙের প্যাকেটভর্তি একটি ছোট নৌকাকে সমুদ্রে ভেসে যেতে দেখা গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকাটি বিস্ফোরিত হয়। দাউদাউ করে জ্বলতে থাকে নৌকাটি। ছিন্নভিন্ন হয়ে যায় মুহূর্তে। হেগসেথ সমাজমাধ্যমে ঘোষণা করেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের জলসীমায় সর্বশেষ হামলায় দু’জন মাদকপাচারকারী নিহত হয়েছেন। ফলে গত মাসে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা ৩৪ ছাড়িয়ে গেল।

ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় মাদকচক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রে তো বটেই, সীমান্তেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সমুদ্রে সাত বার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ক্যারিবিয়ান সাগর এবং ভেনেজ়ুয়েলার উপকূলে বিপুল পরিমাণে বাহিনী মোতায়েন করেছে আমেরিকা। বুধবারে হামলার পূর্ববর্তী হামলায় ক্যারিবিয়ান সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছিল মার্কিন সেনা। প্রশাসনের দাবি, ডুবোজাহাজে ছিলেন চার জন ‘মাদকপাচারকারী জঙ্গি’। তাঁদের মধ্যে দু’জন নিহত হয়েছেন। বাকিরা যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়ার বাসিন্দা। আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাঁদের।

Drugs Pacific Ocean america Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy