Advertisement
E-Paper

বাতের ব্যথা সারবে নিমেষে! বোতলে ভরে বাঘের মূত্র বিক্রি করছে চিনা চিড়িয়াখানা এক বোতলের মূল্য কত?

শরীরে পেশির ব্যথা ও বাতের ব্যথার মতো একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩২
A zoo in China is selling urine passed by Siberian tigers

ছবি: সংগৃহীত।

চিনে চিকিৎসার জন্য বাঘের হাড়, দাঁত, চামড়ার কদর রয়েছে বেশ। এ বার চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে বাঘের মূত্র। বাতের ব্যথা সারাতে নাকি অব্যর্থ দাওয়াই বাঘের প্রস্রাব, এমনটাই দাবি চিনের এক চিড়িয়াখানার। বোতল ভর্তি করে বাঘের মূত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ঘটনা দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের। শরীরে পেশির ব্যথা ও বাতের ব্যথার মতো একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়। ২৫০ গ্রাম সাইবেরিয়ান বাঘের মূত্র মিলছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকার বিনিময়ে।

বোতল থেকে নিয়ে গলায় ঢালবার নিদান অবশ্য দেয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই ওষুধ ব্যবহারের বিধি বোতলের গায়েই ছাপিয়ে দিয়েছেন তারা। শরীরের যে কোনও রকম পেশিজনিত ব্যথা বা বাতের ব্যথা সারাতে হোয়াইট ওয়াইন ও আদার রসের সঙ্গে এই কয়েক ফোঁটা প্রস্রাব মিশিয়ে ব্যথার জায়গায় লাগালেই নাকি দেখা যাবে ম্যাজিক, রেহাই মিলবে ব্যথার কষ্ট থেকে, দাবি ইয়ান বাইফেংক্সিয়া ওয়াইল্ডলাইফ চিড়িয়াখানার। এমনকি চিড়িয়াখানার দাবি অনুযায়ী যে কেউ বাঘের মূত্র পান করতে পারে। তবে বলা হয় যে, কারও যদি কোনও অ্যালার্জি থাকে তবে তাদের এটি খাওয়া উচিত নয়। চিড়িয়াখানার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি ব্যবহারের জন্য নিরাপদ। বোতলজাত করে ক্রেতাদের কাছে বিক্রি করার আগে পশুর মূত্র জীবাণুমুক্ত করা হয়েছিল কি না তা স্পষ্ট করে জানায়নি তারা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক । অনেকের মতে, এই নিদানের সঙ্গে আদতে বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞানের কোনও সম্পর্কই নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ব্যবসায়িক লাভের জন্য এই প্রচার করছে বলে অনেকেই দাবি করেছেন।

Tiger Urine China Zoo Medicin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy