Advertisement
E-Paper

ডলফিন দেখে পাখনা ধরে ঝুলে পড়ল খুদে, শিশুকে নিয়ে পালাল জলচর! কী ঘটল তার পর?

ডলফিনটি কাছে আসতেই হঠাৎ করেই তার পিঠের পাখনাটি ধরে ফেলে শিশুটি। তার সঙ্গীরা কিছু বোঝার আগেই ডলফিনটি শিশুটিকে জলাশয়ের মাঝখানে টেনে নিয়ে চলে যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ০৮:০০
A video of baby grabs a dolphin’s fin and it takes away underwater what happens next

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এক ডলফিন। এক পাশে জলের মধ্যে দাঁড়িয়ে আরও দুই কিশোরের সঙ্গে ডলফিনের খেলা দেখছিল এক খুদে। ডলফিনটি কাছে আসতেই হঠাৎ করেই তার পিঠের পাখনাটি ধরে ফেলে শিশুটি। তার সঙ্গীরা কিছু বোঝার আগেই ডলফিনটি শিশুটিকে জলাশয়ের মাঝখানে টেনে নিয়ে চলে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যা দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকেরাও। খুদের কাণ্ডকারখানা ও সাহস দেখে চমকে উঠেছেন নেটাগরিকেরাও। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তার সঠিক অবস্থান জানা যায়নি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাঁচ-ছয় বছরের এক শিশুকন্যার সঙ্গে জলে দাঁড়িয়েছিল আরও দু'টি খুদে। তাঁরা সম্ভবত ওই মেয়েটির সহোদর। তাদের সঙ্গে কোনও অভিভাবক ছিল না। সেই জলাশয়ে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছিল একটি মাঝারি আকারের ডলফিন। ডলফিনটি শিশুগুলির কাছে আসতেই কোনও কিছু বুঝে ওঠার আগেই বাচ্চা মেয়েটি ডলফিনের পিঠের পাখনা ধরে ঝাঁপিয়ে পড়ে জলের ভিতরে। ডলফিনটিও তিরের বেগে শিশুটিকে জলের মাঝখানে টেনে নিয়ে যায়। বাচ্চা মেয়েটিও দিব্যি ভয়ডরহীনভাবেই প্রাণীটির পাখনা ধরে পা দিয়ে সাঁতার কাটতে কাটতে ভেসে চলে। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য ডলফিনটি শিশুটিকে নিয়ে আগের জায়গায় ফিরে আসে। মেয়েটিও পাখনা ছেড়ে দিয়ে দাদাদের কোলে ঝাঁপিয়ে পড়ে।

ভিডিয়োটি দেখে নেটমাধ্যম ব্যবহারকারীরা শিশুকন্যাটির প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন এই ভাবে শিশুদের জলের মধ্যে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। ডলফিনটি যদি শিশুটিকে টেনে সমুদ্রে নিয়ে চলে যেত তা হলে বড় বিপদের আশঙ্কা ছিল বলে মনে করছেন তাঁরা।

Dolphin sea baby Swimmer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy