দুর্ঘটনার কবলে আমেরিকার বিখ্যাত মেটাল ব্যান্ড ‘মটলি ক্রু’র গায়ক ভিন্স নিলের মালিকানাধীন জেট বিমান। আমেরিকার স্কটসডেলের বিমানবন্দরে অবতরণের সময় দাঁড়িয়ে থাকা একটি বাণিজ্যিক গাল্ফস্ট্রিম ২০০ জেটের সঙ্গে ধাক্কা খায় ভিন্সের লিয়ারজেট ৩৫এ বিমানটি। সেই ঘটনায় এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন বলে খবর। সোমবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
আমেরিকার রকস্টার নিজে ওই বিমানে না থাকলেও দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর প্রেমিকা রেন আন্দ্রেয়ানি। তাঁর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে। দুর্ঘটনায় আন্দ্রেয়ানির এক বন্ধু অ্যাশলেও আহত হয়েছেন। দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। রেন এবং অ্যাশলে বিমানে একাধিক পোষ্য নিয়ে উঠেছিলেন। যদিও তারা নিরাপদে রয়েছে বলে খবর। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অবতরণের পর রানওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় ভিন্সের ব্যক্তিগত বিমান। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাণিজ্যিক বিমানে গিয়ে সজোরে ধাক্কা মারে সেটি। বিমানকর্মীরা দ্রুত পৌঁছে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ করে। এক জনকে মৃত ঘোষণা করা হয়। আহত তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ‘কলিন রাগ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সেই ভিডিয়ো নিয়ে। নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।