প্ল্যাটফর্মে পা দিয়েছেন আর ঠিক সেই মুহূর্তেই সশব্দে বাঁশি বাজিয়ে চোখের সামনে দিয়ে চলে গিয়েছে ট্রেন। প্রায় সকলেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তেমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে উঠতেই ট্রেনটি ছেড়ে দেয়। তাঁরা দৌড়ে ট্রেনটি ধরার চেষ্টা করেন। ট্রেন ছেড়ে দেওয়ায় হতাশ হয়ে দাঁড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের এই অবস্থা দেখে এগিয়ে আসেন ট্রেনচালক। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রচুর সমাজমাধ্যম ব্যবহারকারীর নজর কেড়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘ঝাকাসোলজি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনটি ছেড়ে দেওয়ায় তাতে উঠতে পারেননি এক বৃদ্ধ ও বৃদ্ধা। প্ল্যাটফর্মে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন দু’জনে। ট্রেনের শেষ প্রান্তে থাকা চালককে দেখে বৃদ্ধ ট্রেন থামানোর অনুরোধ করেন। সেই অনুনয়ে সাড়া দেন ট্রেনচালক। তিনি সামনের দিকে থাকা চালককে ট্রেন থামানোর জন্য বলেন। কিছু দূর এগিয়ে গিয়ে ট্রেনটি থেমে যায়। বৃদ্ধ দম্পতি ট্রেনের কামরায় ওঠার পর ট্রেনটি ছেড়ে যায়। ভিডিয়ো দেখে ট্রেনচালকের সহৃদয়তার কথা উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।
৬ মে পোস্ট করা হলেও ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। ২৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৩ লক্ষ ২২ হাজার নেটাগরিক এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। ট্রেনচালকের আচরণের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্য বিভাগ।