রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছিল এক সারমেয়। হঠাৎ করেই যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মতো উদয় হল একটি চিতাবাঘ। কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকা কুকুরটিকে বিনা প্ররোচনায় আক্রমণ করে বসল হিংস্র শ্বাপদ। আকারে অনেক বড় এবং শক্তিশালী চিতাবাঘের আক্রমণ ঠেকানো একা কুকুরের পক্ষে কার্যত কঠিন। দলবদ্ধ হলে সেই আক্রমণ প্রতিহত করা অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা ঘটেছে ঘটনায়। কুকুরটির ঘাড়ে চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ার পর পরই ছুটে আসে কয়েকটি কুকুর। সঙ্গীকে বাঁচাতে জোটবদ্ধ হয়ে তেড়ে যায় চিতাবাঘটির দিকে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। যেখানে একটি চিতাবাঘ তার সীমানা পেরিয়ে জনবসতিতে ঢুকে পড়ে। সেই ঘটনাটির একটি ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভিতে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ‘সচিন গুপ্ত’ নামের একটি হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হরিদ্বারের রাস্তায় ঘুমন্ত একটি কুকুরকে আক্রমণ করেছে একটি চিতাবাঘ। কুকুরের ঘাড় কামড়ে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে সেটি। চিতাবাঘের মতো ক্ষিপ্র প্রাণীর সঙ্গে প্রথমে এঁটে উঠতে পারেনি কুকুরটি। ইতিমধ্যে সেখানে আরও অনেকগুলি কুকুর এসে হাজির হয়। দলের একটি কুকুর পাল্টা আক্রমণ করে চিতাবাঘটিকে আঁচড়াতে-কামড়াতে শুরু করে।
৩২ সেকেন্ডের এই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুকুরের পাল একযোগে চিতাটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। কুকুরের পালের সামনে পড়ে পিছু হটতে বাধ্য হয় চিতাটি। লেজ গুটিয়ে দৌড় মারে বন্যপ্রাণীটি। পিছন পিছন তাড়া করে দু’টি কুকুর। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিয়োটি পোস্ট হওয়ার এক দিনের মধ্যেই ৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় ৬০০-র বেশি নেটাগরিক এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।