ভারত-পাক সংঘাতের পর দেশ জুড়ে উত্তেজনার পরিস্থিতি সত্ত্বেও ভারত ছাড়তে রাজি হলেন না রুশ বংশোদ্ভূত তরুণী। উল্টে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। ভারতকে ‘শান্তির নীড়’ বলেও আখ্যা দিলেন পলিনা আগরওয়াল নামের ওই তরুণী। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় তরুণীর হৃদয়গ্রাহী বক্তব্যে মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। ভারতে বসবাসকারী রাশিয়ার নাগরিক পলিনা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর সেই ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োর শুরুতেই পলিনা জানিয়েছেন, ভারত-পাক সংঘাতের খবর ছড়িয়ে পড়তেই রাশিয়া থেকে তাঁর দিদা তাঁকে ফোন করে নিজের দেশে ফিরে আসার অনুরোধ জানান। তখন তিনি দিদার কাছে জানতে চান, কোন বাড়ি ফিরবেন তিনি, গুরুগ্রামে ‘নিজের বাড়িতে’ই তো আছেন! আবেগঘন বার্তায় পলিনা বলেন, ভারতীয় সামরিক বাহিনীর কাছে উন্নত অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পলিনার দেশই সেগুলি ভারতকে সরবরাহ করেছে। শুধুমাত্র ভারতের সামরিক বাহিনীর প্রযুক্তি এবং সৈন্যদের দক্ষতার প্রশংসাই করেননি তিনি, সৈন্যদের নিঃস্বার্থ মনোভাবের অকুণ্ঠ গুণগানও করতে শোনা গিয়েছে সেই ভিডিয়োবার্তায়। তিনি বলেন, ‘‘সিংহহৃদয়ের অধিকারী ভারতের সৈন্যদের নিষ্ঠা ও সাহসিকতার জন্য আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি। তাঁরা জীবনের ঝুঁকি নেন, তাই আমরা নিরাপদ জীবন যাপন করতে পারি। নাগরিকদের গায়ে কোনও আঁচই পড়তে দেন না ভারতীয় সেনা।’’
ভিডিয়োটি দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১৮ হাজারের বেশি নেটাগরিক এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। পলিনার আন্তরিক বার্তায় মুগ্ধ হয়েছেন বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “অন্য দেশের কেউ আমাদের দেশের সেনাবাহিনীর প্রতি এত ভালবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছেন দেখে খুবই ভাল লাগছে।” অন্য এক জন লিখেছেন, ‘‘এই ধরনের বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’’