খ্যাপা ষাঁড় আক্রমণ করলে রক্ষা পাওয়া ভাগ্যের ব্যাপার। এদের আক্রমণ ঠেকানো কার্যত অসম্ভব। স্বাভাবিক পরিস্থিতিতে রাগী প্রাণীটির সঙ্গে লড়াই করতে চাইবেন না কেউই। কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য সাক্ষাৎ যমের সঙ্গেও লড়াই করতে পিছপা হলেন না এক মা। সন্তানের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত ষাঁড়ের সঙ্গে লড়াই করে গেলেন এক তরুণী। ভয়াবহ ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ফুটেজে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সেটি ভাইরাল হয়েছে (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অনিতা সুরেশ শর্মা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শাড়ি পরা এক তরুণী। ঠিক তখনই ষাঁড়টি আচমকা আক্রমণ করে। ষাঁড়টিকে তেড়ে আসতে দেখে তরুণী দ্রুত সন্তানকে আড়াল করার চেষ্টা করেন। শিবের বাহনটি ছুঁচলো শিং দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে দু’জনকেই। সন্তানকে বাঁচাতে ষাঁড়টির শিং ধরে রাখার চেষ্টা করেন শিশুটির মা। রাগের চোটে ষাঁড়টি তরুণীকে শিং দিয়ে তুলে শূন্যে ছুড়ে ফেলে দেয়। তরুণী মাটিতে পড়ে যান।
আরও পড়ুন:
ঠিক সেই সময় তরুণী ও শিশুটিকে উদ্ধার করতে আশপাশের কয়েক জন ছুটে আসেন। এক জন সময়মতো শিশুটির হাত ধরে টেনে নিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। বাকিরা লাঠি দিয়ে পিটিয়ে ষাঁড়টিকে নিরস্ত করেন। ২১ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা আঁতকে উঠেছেন। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি ২২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ২২ হাজারেরও বেশি লাইক পেয়েছে এটি । ৫৫০টিরও বেশি মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই জন্যই মাকে যোদ্ধা বলা হয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘মা হলেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।’’