গুজরাতের সুরতে একটি হিরের দোকানের দৃশ্য। দোকানের ভিতর হিরে পালিশ করে টেবিলে রাখছেন কর্মীরা। তখনই ধরা পড়ল ‘চোর’। সকলের অগোচরে মুখে হিরে নিয়ে দৌড়ে পালাচ্ছে সে। তার কাছে তখন লক্ষ লক্ষ টাকা মূল্যের হিরে। ‘চোর’-এর পালিয়ে যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ইন্ডিয়ানস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কালো পিঁপড়ে টেবিলের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তার মুখে রয়েছে একটি চকচকে হিরে। সেই হিরে মুখে নিয়েই চলে যাচ্ছে সে। ভিডিয়োটি সুরতের একটি হিরের দোকানের।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, দোকানের ভিতর যে জায়গায় হিরে পালিশ করে রাখা হয় সেখানে এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘হিরে চোর ধরা পড়েছে। লাখ লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে পিঁপড়েটি।’’ পরে অবশ্য ‘চোর’-এর কাছ থেকে সেই হিরেটি নিয়ে নেওয়া হলে খালি হাতেই ফিরে যেতে হয় তাকে।