গাছের ডালে ঝুলছে মৃত হরিণ। দূর থেকে শিকার দেখেই গাছের তলায় ছুটে গেল ‘বনের রাজা’। খাবারের লোভে গাছের নিচু ডালে লাফ দিয়ে উঠল সে। কিন্তু শিকার তো আরও উঁচু ডাল থেকে ঝুলছে। অত উপরে সিংহ উঠবেই বা কী করে? গাছের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হিসাবই কষতে থাকল পশুরাজ। তার পর অতি সাবধানে গাছের উঁচু ডালটি বেয়ে উপরে উঠতে লাগল সে। মুখ বাড়িয়ে হরিণটি কামড়ে ধরে নীচে নামতে শুরু করল সিংহটি। কিন্তু নামার সময় হল বিপদ। গাছ থেকে নামতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল পশুরাজ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মৃত হরিণকে গাছ থেকে ঝুলতে দেখে সে দিকে এগিয়ে যাচ্ছে একটি সিংহ। গাছের নিচু ডালে লাফ দিয়ে উঠে পড়লেও উঁচু ডালে লাফানোর আগে একটু জিরিয়ে নেয় সে।
তার পর অতি সাবধানতা অবলম্বন করে গাছের উঁচু ডাল থেকে শিকারে কামড় বসায় সিংহ। ধীরে ধীরে গাছ থেকে নামতেও দেখা যায় তাকে। কয়েক বার পা হড়কে গেলেও নিজেকে সামলে নেয় পশুরাজ। কিন্তু নীচে লাফানোর সময় হল বিপদ। গাছ থেকে শিকার মুখে নিয়ে লাফাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল সিংহটি। যদিও সঙ্গে সঙ্গে উঠেও পড়ে সে। তার পর শিকার মুখে নিয়ে জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে চলে যায় ‘বনের রাজা’।