সারা দিন অটো চালিয়ে পিঠে ব্যথা হয়ে যায় চালকের। তার উপর দীর্ঘ ক্ষণ ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। দিনের পর দিন বাড়ি ফিরে পিঠের যন্ত্রণায় আর থাকতে পারতেন না তিনি। ব্যথা অসহনীয় হয়ে উঠলে অন্য উপায় বার করলেন অটোর চালক। অটোর সামনের শক্ত আসন উপড়ে ফেলে দিলেন তিনি। তার পরিবর্তে সেখানে লাগিয়ে ফেললেন আরামদায়ক চেয়ার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নরসিংহ কান্দুরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে ধরা পড়েছে একটি অটোর ভিতরের দৃশ্য। অটোর পিছনের আসনে বসে এক যাত্রী ছবি তুলছেন। সাধারণত অটোর ভিতর চালকের যে রকম আসন থাকে, সেই অটোয় তা দেখা যাচ্ছে না। তার পরিবর্তে সেখানে রাখা রয়েছে একটি বিশাল আরামদায়ক চেয়ার।
সেখানে বসে অটো চালাচ্ছেন তরুণ চালক। এই ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে। আসলে, সারা দিন অটো চালিয়ে পিঠে ব্যথা হয়ে যায় চালকের। দিনের পর দিন সেই যন্ত্রণা বেড়েই চলেছিল। ব্যথা থেকে মুক্তি পেতে নিজের আসনই বদলে ফেললেন তিনি। যে ধরনের চেয়ারে আরাম করে বসা যায়, অটোর সামনে সেই ধরনের চেয়ার বসিয়ে ফেললেন চালক। এই ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চালককে ঘিরে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সারা দিন খেটে অটো চালাচ্ছেন। নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। খুব ভাল সিদ্ধান্ত।’’