কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হওয়ার ফলে থমকে গিয়েছে শহর। রাস্তাঘাটে জল জমার ফলে ট্রাফিকও থমকে গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লম্বা সারিতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। দীর্ঘ ক্ষণ স্কুটারে চেপে ট্রাফিক জ্যামে আটকে থাকার ফলে ধৈর্যের বাঁধ ভাঙল তরুণের। সহযাত্রীকে স্কুটার থেকে নামার নির্দেশ দিলেন তিনি। তার পর স্কুটারটি মাথায় তুলে হাঁটা লাগালেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ধরা পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গুরগাঁও_লোকাল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রচুর গাড়ি। দীর্ঘ ক্ষণ বৃষ্টির কারণে থমকে গিয়েছে গুরুগ্রাম। রাস্তায় জল জমে যাওয়ার কারণে গাড়ি নিয়ে যাতায়াতের সময় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। এক তরুণও সেই জ্যামে আটকে পড়েছেন। স্কুটার চালিয়ে যাচ্ছিলেন তিনি।
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার পর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি। তাঁর স্কুটারের পিছনে বসেছিলেন এক আরোহী। সহযাত্রীকে স্কুটার থেকে নামতে বললেন তিনি। তার পর স্কুটারটি উল্টে মাথায় চাপিয়ে নিলেন তরুণ। সাহায্য করতে আরোহীও পিছন থেকে ধরলেন ভারী স্কুটারটি। তার পর মাথায় স্কুটার তুলে গাড়ির ভিড় ঠেলে বাড়ির উদ্দেশে হাঁটা লাগালেন তাঁরা।
আরও পড়ুন:
এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে নেটাগরিকদের অধিকাংশ বৃষ্টির জন্য নিত্যযাত্রীদের দুর্ভোগের কথা ভেবে চিন্তা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার ওই তরুণকে তুলনা করেছেন ‘বাহুবলী’র সঙ্গে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল, যেখানে তিনি শিবলিঙ্গ কাঁধে তুলে হেঁটে যাচ্ছেন। বৈগ্রহিক এই দৃশ্যের সঙ্গে তুলনা করে কেউ কেউ বলেছেন, ‘‘তরুণ তো বাহুবলীর মতো স্কুটারটি মাথায় তুলে নিয়েছেন!’’