নিজের পুত্রকে ছেড়ে দ্বিতীয় স্বামী এবং সৎপুত্রের সঙ্গে থাকতেন ক্যারেন। কিন্তু সৎপুত্রের প্রেমিকাকে দেখে হাবভাব বদলে যায় তাঁর। সেই তরুণীর সঙ্গে মেলামেশা বাড়িয়ে ফেলেন তিনি। এমনকি, নিজের পুত্রকেও এই বিষয়ে জড়িয়ে ফেলেন তিনি। সৎপুত্রের প্রেমিকাকে মনে ধরেছিল মহিলার। সে কথা সৎপুত্রকে জানিয়ে দেন তিনি। এমনকি, এক অদ্ভুত দাবিও করে বসেন মহিলা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা এবং সৎমায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন জিমি (নাম পরিবর্তিত)। ২৪ বছর বয়সি জিমি তাঁর প্রেমিকা কারাকে এক দিন তাঁর বাড়িতে নিয়ে যান। জিমি তাঁর বাবা এবং সৎমা ক্যারেনের সঙ্গে কারার পরিচয় করিয়ে দেন। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ক্যারেনের নিজের পুত্র টম। তিনি অবশ্য অন্য বাড়িতে থাকতেন। কারার সঙ্গে পরিচয়ের পর ক্যারেন এবং টমের হাবভাব বদলে যায়।
আরও পড়ুন:
কারার সঙ্গে প্রয়োজনাতিরিক্ত মেলামেশা করতে শুরু করেন ক্যারেন। এমনকি, টমও সেই বাড়িতে ঘন ঘন যাতায়াত শুরু করে দেন। জিমির বাড়িতে একটি বেডরুম অধিকাংশ সময় ফাঁকাই থাকত। কোনও অতিথি এলে সেই ঘরটি ব্যবহার করতেন। জিমির বাবাকে ক্যারেন অনুরোধ করেন, টম এর পর থেকে তাঁদের সঙ্গে একই বাড়িতে থাকবেন এবং ওই অতিরিক্ত বেডরুমে টমের থাকার ব্যবস্থা করা হবে। ক্যারেনের কথায় রাজি হয়ে যান জিমির বাবা। জিমিও বিশেষ আপত্তি জানাননি।
তবে জিমি নিজের বাড়িতে কারাকে নিয়ে গেলেই টম বিভিন্ন ভাবে কারার মন জয় করার চেষ্টা করতেন। কারার ফোন নম্বর চেয়ে তাঁকে নানা রকম মেসেজ পাঠাতেন টম। এই পরিস্থিতিতে কারাকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তা শুনে রেগে আগুন হয়ে যান ক্যারেন। সৎপুত্র জিমিকে বারংবার মেসেজ করতে শুরু করেন তিনি। ক্যারেনের বক্তব্য, কারাকে পুত্রবধূ হিসাবে পছন্দ হয়েছে তাঁর। কিন্তু জিমির স্ত্রী হিসাবে নয়। টমের হবু স্ত্রী হিসাবে কারাকে পছন্দ করেছেন ক্যারেন। জিমি যে কারাকে বিয়ের প্রস্তাব দিয়ে অন্যায় করে ফেলেছেন, সে কথা জিমিকে জানান ক্যারেন।
আরও পড়ুন:
জিমিকে মেসেজ করে ক্যারেন লেখেন, ‘‘তুমি কী ভাবে এ কাজ করতে পারলে? কারাকে তুমি বিয়ের প্রস্তাব দিতে পারো না। আমি টমের স্ত্রী হিসাবে কারাকে পছন্দ করেছিলাম। টমের মন ভেঙে দিয়েছ তুমি। টমের জন্য কারাকে তুমি ছেড়ে দাও। কারাকে টমের হাতে তুলে দাও।’’ সৎমায়ের দাবি শুনে চমকে ওঠেন জিমি। তিনি জবাবে লেখেন, ‘‘কারা তো কারও সম্পত্তি নয় যে ওর প্রতি অধিকারবোধ খাটানো যাবে। ওর নিজের চাওয়া-পাওয়া রয়েছে। রক্তমাংসের মানুষ ও।’’
জিমি তাঁর পরিস্থিতির উল্লেখ করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। নেটপাড়ার কাছে সাহায্য চান তিনি। নেটাগরিকদের অধিকাংশ জিমিকে পরামর্শ দেন, ক্যারেন এবং টমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে। এমনকি, কারাকে বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন জিমিকে।