জঙ্গল থেকে টহল দিতে দিতে লোকালয়ে ঢুকে পড়েছিল মস্ত বড় একটি শঙ্খচূড়। সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীদের কাছে খবর পাঠিয়েছিলেন স্থানীয়েরা। কিন্তু সাপ উদ্ধার করতে গিয়ে বিপদ নেমে এল তরুণের জীবনে। গাছের ডাল থেকে মাথা উঁচু করে তরুণের দিকে হঠাৎ এগিয়ে গেল শঙ্খচূড়টি। তরুণকে ছোবল মারার চেষ্টা করছিল সে। অল্পের জন্য রক্ষা পেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অজিত সিংহ রাঠি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাছের উঁচু ডাল জড়িয়ে শুয়ে বিশাল শঙ্খচূড়। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে সে। সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীদের খবর পাঠান স্থানীয়েরা। সাপটিকে গাছ থেকে নামানোর চেষ্টা করতেই বনবিভাগের তরুণ কর্মীর দিকে ফোঁস করে এগিয়ে যায় শঙ্খচূড়টি।
অনবরত ছোবল মারার চেষ্টা করতে থাকে। তরুণ তখন কায়দা করে খালি হাতেই ধরে ফেলে শঙ্খচূড়টিকে। তার পর গাছের ডাল থেকে নামিয়ে শঙ্খচূড়ের লেজ ধরে টেনে তাকে রাস্তায় নামান তরুণ। পরে একটি বস্তায় সাপটিকে ভরে জঙ্গলের নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি দেহরাদূনের ঝাঝরা এলাকার ভাউওয়ালা গ্রামে ঘটেছে। ভিডিয়োটি দেখার পর তরুণের সাহসের প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণের প্রচণ্ড সাহস রয়েছে। ওই জায়গায় আমি থাকলে ভয়ে জ্ঞানই হারিয়ে ফেলতাম।’’