টাকা না দিলে রেস্তরাঁ থেকে খাবার পাওয়া যায় না। এই সব নিয়মকানুন নিয়ে টনটনে জ্ঞান রয়েছে বিড়ালের। তাই রেস্তরাঁয় ঢুকে পড়ার আগেই খাবারের দাম ‘মিটিয়ে দিল’ সে। তার পর রয়েসয়ে রেস্তরাঁর মেঝের উপর খেতে বসল। টাকার পরিবর্তে মুখে করে একটি মৃত ইঁদুর নিয়ে গিয়েছিল বিড়ালটি। রেস্তরাঁর মেঝেয় সেই মরা ইঁদুরটি ফেলে দিয়েই খেতে বসে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সেজ়ডটকম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারের একটি রেস্তরাঁয় বসে খাওয়াদাওয়া সারছেন কয়েক জন ব্যক্তি। হঠাৎ মুখে একটি মৃত ইঁদুর নিয়ে রাস্তা থেকে রেস্তরাঁর ভিতর দৌড়ে ঢুকে পড়ল একটি বিড়াল।
মেঝের উপর ইঁদুরটি ফেলে এক জায়গায় চুপচাপ বসে পড়ল সে। বিড়ালটিকে বসে পড়তে দেখে সে দিকে খাবার নিয়ে গেলেন এক তরুণী। বিড়ালটি যখন খেতে ব্যস্ত হয়ে পড়ল, তখন রেস্তরাঁ থেকে মৃত ইঁদুরটি সাবধানে সরিয়ে ফেললেন রেস্তরাঁর সেই কর্মী।
ঘটনাটি চিনের গুয়াংদং প্রদেশের এক রেস্তরাঁয় ঘটেছে। রেস্তরাঁর কর্মীর দাবি, বিড়ালটি মাঝেমধ্যেই মুখে ইঁদুর নিয়ে রেস্তরাঁর ভিতর ঢুকে পড়ে। বিড়ালের ধারণা, অন্য সকলে যেমন টাকা দিয়ে খাবারের দাম মিটিয়ে দেন, তেমনই ইঁদুর ধরে নিয়ে গেলে সে-ও খাবারের দাম মিটিয়ে দিতে পারবে।
আরও পড়ুন:
বিড়ালের এই ধারণা আর ভাঙতে চাননি রেস্তরাঁর কর্মীরা। তাই বিড়ালটি যখনই ইঁদুর নিয়ে রেস্তরাঁর ভিতর ঢোকে, তখনই তাকে খেতে দিয়ে দেন তাঁরা। ইঁদুরটিকে রেস্তরাঁ থেকে দূরে ফেলে আসেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ ভালবাসায় ভরিয়ে দিলেও অধিকাংশ নেটব্যবহারকারী রেস্তরাঁর পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন।