ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দিতে পারেন তরুণী। অস্ত্রোপচারের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন চিকিৎসক। সন্তানের ঠিকমতো দেখভাল করতে পারবেন কি না, তার পাশাপাশি নিজের যত্ন নিতে পারবেন কি না— সে সব দুশ্চিন্তা পেয়ে বসেছে তরুণীকে। তার মধ্যেই তরুণীর কাছে অদ্ভুত অনুরোধ করে বসলেন তাঁর স্বামী।
স্ত্রীর কাছে ছাড়পত্র চাইলেন তিনি। অবশ্য তরুণী যদি তাতে মত দেন, তবেই পদক্ষেপ করবেন তরুণ। স্বামীর অনুরোধ শোনার পর ভাষা হারিয়ে ফেললেন তরুণী। এমন পরিস্থিতিতে যে ভালবাসার সঙ্গী তাঁর কাছে এমন কিছু চাইতে পারেন, তা কল্পনাও করতে পারেননি তিনি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, জেসিকা (নাম পরিবর্তিত) জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলে খুব চিন্তিত হয়ে পড়েছেন। ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন তিনি। আপাতত তাঁর চিকিৎসক এমনটাই জানিয়েছেন। সম্ভাব্য তারিখ জানার পর থেকে যেন আরও চিন্তা বেড়ে গিয়েছে জেসিকার। কী ভাবে তিনি সন্তানের দেখভাল করবেন, অনবরত তা-ই ভেবে চলেছেন তিনি।
এত বছর যে ভাবে জীবন কাটিয়ে এসেছেন, তার ছন্দপতন হবে জেসিকার। নতুন ছন্দে জীবন কতটা মানিয়ে নিতে পারবেন, নিজের শরীর-মনের যত্ন নেওয়ার সময় পাবেন কি না— সে সব প্রশ্ন ঘোরাফেরা করছে জেসিকার মাথায়। সন্তানের জন্মের কয়েক মাস পর তিনি বন্ধুদের সঙ্গে ঝটিকা সফরে কোথাও যেতে চান— সেই ইচ্ছা স্বামীকে জানিয়েছিলেন তিনি। কিন্তু জেসিকার শখ শুনে অদ্ভুত দাবি করে বসলেন তাঁর স্বামী।
আরও পড়ুন:
তিনি হঠাৎ বলে বসলেন, ‘‘তুমি মা হওয়ার পর আমি কি বিনামূল্যে ছাড়পত্র পেতে পারি?’’ স্বামীর অনুরোধের অন্তর্নিহিত অর্থ প্রথমে বুঝতে পারেননি জেসিকা। তিনি ভাবছিলেন, তাঁর স্বামী মনে হয় দুষ্টু রসিকতা করছেন। কিন্তু আদতে তা নয়। জেসিকার স্বামী পরে স্পষ্ট করে বলেন, ‘‘তুমি তো সন্তানের জন্ম দেবে। আমি একটু কয়েক দিন বিশ্রাম করতাম। কোথাও গিয়ে একা ঘুরে আসতাম। সেই ছাড়পত্রই চাইছি। যদি তুমি এ বিষয়ে কোনও দিন ভাবনাচিন্তা করো, তা হলে আমায় অবশ্যই জানাবে।’’
এ কথা শুনে হতবাক হয়ে যান জেসিকা। তাঁকে এমন পরিস্থিতিতে একলা ফেলে তাঁর স্বামী কী ভাবে ঘুরতে যেতে পারেন সে কথা ভেবেই কূল পাচ্ছেন না তরুণী। তাঁর স্বামী যে এই ধরনের চিন্তা পোষণ করেন তা জেনেই আঘাত পেয়েছেন জেসিকা। যদিও এখনও জেসিকা তাঁর স্বামীকে নিজের সিদ্ধান্ত জানিয়ে উঠতে পারেননি।