Advertisement
E-Paper

মধুচন্দ্রিমা পরিণত হল দুঃস্বপ্নে! সুইৎজ়ারল্যান্ডের হোটেল থেকে বধূ ফিরলেন ভাঙা দাঁত নিয়ে, আহত তাঁর স্বামীও

যুগলের দাবি, ১৯ জুন তাঁরা ওই হোটেলে থাকতে গিয়েছিলেন। হোটেলের কামরায় পাখা লাগানো নিয়ে হোটেল কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। তখনই হোটেলের এক জন কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮
Couple claims hotel staff beat them while their honeymoon stay in Switzerland, hotel authority denied

—প্রতীকী ছবি।

সদ্য বিয়ে করে মধুচন্দ্রিমায় ইউরোপ ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সুইৎজ়ারল্যান্ডে ভ্রমণ পরিণত হল দুঃস্বপ্নে! কানাডার ওই নবদম্পতি দাবি করেছেন, জুন মাসে সুইৎজ়ারল্যান্ডের একটি হোটেলে থাকার সময় তাঁদের উপর হামলা চালান এক হোটেলকর্মী। গুরুতর আহত হন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সদ্য বিবাহিত তরুণী জানিয়েছেন, হোটেল কর্মী হামলা চালানোয় তাঁর চোয়ালে আঘাত লাগে। একটি দাঁত ভেঙে যায়। অন্য ১১টি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর চোট পান তাঁর স্বামীও।

যুগলের দাবি, ১৯ জুন তাঁরা ওই হোটেলে থাকতে গিয়েছিলেন। হোটেলের কামরায় পাখা লাগানো নিয়ে হোটেলের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তাঁরা। তখনই হোটেলের এক জন কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা যখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন ওই হোটেলকর্মী তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ। অভিযোগ, তরুণীর মুখে একটি ভারী মগ ছুড়ে মারেন ওই কর্মী। তাঁর স্বামীকেও মারধর করা হয়। এর পর পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

যদিও দম্পতির অভিযোগ অস্বীকার করে হোটেল কর্তৃপক্ষ পাল্টা দাবি করেছেন, দম্পতির দাবি ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর’। বরং দম্পতিই হোটেলের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এক কর্মীকে লাথি মারা হয়েছিল বলেও দম্পতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হোটেল কর্তৃপক্ষ। দম্পতিকে আর কখনও তাঁদের হোটেলে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তাঁরা।

অন্য দিকে, হোটেল কর্তৃপক্ষের অভিযোগ উড়িয়ে দম্পতি দাবি করেছেন, পুরো বিষয়টি নিয়ে তাঁরা আইনি পদক্ষেপ করছেন। চিকিৎসার খরচ এবং আর্থিক ক্ষতির জন্যও টাকা দাবি করেছেন তাঁরা।

Honeymoon Destination Couple Beaten UP Switzerland
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy