Advertisement
E-Paper

১৫ মিনিটের মধ্যে চিড়িয়াখানাকর্মীকে ছিন্নভিন্ন করল সিংহের দল! স্তম্ভিত হয়ে দেখলেন পর্যটকেরা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিড়িয়াখানার নিহত কর্মীর নাম জিয়ান রাংখারাসামি। গত ২২ বছর ধরে ব্যাঙ্ককের ‘সাফারি ওয়ার্ল্ড’ চিড়িয়াখানায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০
Group of lion attacked zoo caretaker, see what happned within 15 minutes at Bangkok Safari World while tourists watch helplessly

ছবি: সংগৃহীত।

১৫ মিনিটের আতঙ্ক। সেই সময়ের মধ্যেই চিড়িয়াখানাকর্মীকে ছিন্নভিন্ন করে ফেলল ওই চিড়িয়াখানারই এক দল সিংহ! দাঁড়িয়ে দেখলেন পর্যটকেরা। মর্মান্তিক এবং ভয়ঙ্কর সেই ঘটনাটি বুধবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি চিড়িয়াখানায় ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত চিড়িয়াখানাকর্মীর নাম জিয়ান রাংখারাসামি। গত ২২ বছর ধরে ব্যাঙ্ককের ‘সাফারি ওয়ার্ল্ড’ চিড়িয়াখানায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে, বুধবার জনপ্রিয় ওই চার দিক খোলা চিড়িয়াখানার নিরাপত্তা নীতি লঙ্ঘন করে পর্যটকদের নিয়ে সিংহদের কাছাকাছি পৌঁছে যান জিয়ান। গাড়ি থেকে নামতেই তাঁর উপর হামলা চালায় সিংহের দল। ১৫ মিনিটের মধ্যে তাকে মেরে টেনে নিয়ে চলে যায় সিংহেরা। অসহায় ভাবে সেই ঘটনা চাক্ষুষ করেন পর্যটকেরা। পর্যটকদের একাংশ হর্ন বাজিয়ে এবং চিৎকার করে সিংহদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। পরে জিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্যাঙ্ককের বন্যপ্রাণী বিভাগের ডিরেক্টর জেনারেল আত্তাপোল চারোয়েঞ্চানসা জানিয়েছেন, সিংহেরা যখন খাবার খাচ্ছিল তখন ওই কর্মী তাদের কাছাকাছি চলে যান। একটি সিংহের মেজাজ ভাল ছিল না। সেই প্রথমে আক্রমণ করে। পরে তার দেখাদেখি বাকিরাও হামলা চালায় একত্রিত ভাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ককের ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানাকর্মীর উপর সিংহদের হামলার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আমারিন টিভি’ নামে ব্যাঙ্ককের একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল থেকে। বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার চিড়িয়াখানাকর্মীর নির্মম পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন। বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী দরকার ছিল পর্যটকদের নিয়ে সিংহদের কাছাকাছি যাওয়ার? বেঘোরে প্রাণটা গেল!’’

Viral Video animal video Zoo Lion Attack Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy