বাড়ির উঠোনে ছিল পরিবারের সদস্যেরা। হঠাৎ বাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। ভেঙে তছনছ হয়ে গেল পুরো বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল ওই পরিবার। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেদক জেলার মুত্রজ়পল্লী গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর ১২টা নাগাদ মুত্রজ়পল্লীর একটি পরিবারের সদস্যেরা বাড়ির বাইরে উঠোনে বসে ছিলেন। এমন সময় বাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে সারা বাড়ি। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল এবং ছাদ। পুরো ঘটনাটি বাড়ির বাইরে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়োই।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পরশুরাম_সিএইচ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাপরে কী ভয়ঙ্কর। আশা করি ওই পরিবারের সবাই ভাল আছেন।’’