১০ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে হইচই ফেললেন এক ইঞ্জিনিয়ার পড়ুয়া। উচ্চাকাঙ্ক্ষী ওই পড়ুয়ার দাবি, আগামী এক দশকের মধ্যে পড়াশোনা শেষ করে, পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তিনি। চাকরি পেয়ে অর্থ বিনিয়োগ করতে এবং নিয়মিত জিমে যেতে চান। শেষমেশ এক ধনী পরিবারের কন্যাকে বিয়ে করে সুখে সংসার করতে চান ওই ইঞ্জিনিয়ার পড়ুয়া তরুণ।
আরও পড়ুন:
ওই ইঞ্জিনিয়ার পড়ুয়ার রুমমেট বিষয়টি প্রকাশ করেছেন সমাজমাধ্যম রেডিটে। ২০২৫ সালের জুন থেকে ২০৩৫ সালের জুনের মধ্যে তাঁর পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ভাইরাল সেই পোস্টের সঙ্গে একটি ডায়েরির পাতার ছবিও পোস্ট করা হয়েছে। সেই ছবিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার আগামী ১০ বছরের পরিকল্পনার কথা লেখা।
আরও পড়ুন:
সেই পোস্ট অনুযায়ী, ওই বিটেক পড়ুয়া সবার আগে খুব ভাল ভাবে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে চান। তবে তার জন্য ঘুমের সঙ্গে আপস করতে নারাজ তিনি। এর পর পরীক্ষা পাশ করার পর চাকরি পেয়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান তিনি। জিমেও যেতে চান। সর্বপরি তাঁর লক্ষ্য ১০ বছরের মধ্যে এক ধনী মেয়েকে বিয়ে করা এবং ২০টি দেশে ভ্রমণ করা। ডায়েরির পাতায় আরও তুলে ধরা হয়েছে যে, নিজের লক্ষ্য অর্জনের জন্য কী ভাবে এই তরুণ সময়সূচি তৈরি করেছেন।
ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সেই পরিকল্পনা সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে অনেক পরামর্শ দিয়েছেন তরুণকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা কখনও কার্যকর হয় না। আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম যে আমি কী চাই। কেউ কী হতে চায়, সে নিয়ে পরিকল্পনা থাকা ভাল। কিন্তু মানুষের জীবন পরিকল্পনার উপর নির্ভরশীল হতে পারে না।’’
আরও পড়ুন:
অন্য এক জনের পরামর্শ, ‘‘ভাই তুই আগে একটা প্রেমিকা জোগাড় কর, তার পর এ সব লিখবি। না হলে হতাশ হয়ে যাবি।’’ তৃতীয় জন আবার পরামর্শ দিয়েছেন, ‘‘পুরো জীবন পরিকল্পনা করে কাটিয়ো না। আগে বর্তমানে বাঁচতে শেখো। আমি জানি না তুমি কত দ্রুত বা ধীর গতিতে উন্নতি করবে। কিন্তু পরিকল্পনা সফল না হলে অনেক কষ্ট হবে।’’