তরুণ পেশায় পাইলট। কাজের সূত্রে দেশের নানা জায়গায় বিমান উড়িয়েছেন তিনি। এই প্রথম যাত্রী হিসাবে তরুণ পেলেন তাঁর বাবা-মাকে। আনন্দ আর ধরছিল না তরুণের। বাবা-মা বিমানে উঠতেই তাঁদের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। বিমান অবতরণের পর অন্য কর্মীদের সঙ্গে বাবা-মায়ের ছবিও তুলে দিলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আইক্যানফ্লাই_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ইন্ডিগো বিমান সংস্থার পাইলট। তিনি এত বার বিমান উড়িয়েছেন, কিন্তু এই প্রথম যাত্রী হিসাবে পেয়েছেন তাঁর বাবা-মাকে। বিমানে যাত্রীরা যখন ওঠেন, সচরাচর বিমানের দরজার মুখে দাঁড়িয়ে থাকেন বিমানসেবিকারা। কিন্তু তরুণ পাইলটের বাবা-মা যখন বিমানে উঠছিলেন, তখন বিমানসেবিকাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনিও।
বাবা-মায়ের পা ছুঁয়ে প্রণামও করেন তিনি। পাইলট ছেলেকে নিয়ে গর্বে হাসি ধরছিল না বাবা-মায়ের মুখে। বিমান অবতরণের পর সকল যাত্রী নেমে পড়লে বিমানকর্মীদের সঙ্গে বাবা-মাকে নিয়ে একটি ছবিও তোলেন তরুণ। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাবা-মায়ের কাছে এমন মুহূর্ত যে কী গর্বের! তরুণের চোখেমুখে আনন্দের ছাপ ফুটে উঠেছে।’’