প্রেমিকের জন্মদিন বলে কথা! সাজগোজ তো করতেই হবে! কিন্তু প্রেমিক রয়েছেন সংশোধনাগারে। জন্মদিনে দেখাও করা চাই। তাই সেজেগুজে জেলে ঢুকে রিল বানিয়ে ফেললেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘শেলজা পাণ্ডে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মেকআপ করে জমকালো চুড়িদার পরে রয়েছেন। মাথা ঢেকেছেন ওড়না দিয়ে। সাজগোজ করে রিল বানাচ্ছেন তিনি। তরুণীর দাবি, তাঁর প্রেমিক জেলে বন্দি। প্রেমিকের জন্মদিনে তাঁকে ছেড়ে থাকতে ইচ্ছা করছিল না তরুণীর। তাই প্রেমিককে ‘সারপ্রাইজ়’ দিতে সেজেগুজে জেলে চলে গিয়েছেন।
এই ঘটনাটি সম্প্রতি ছত্তীসগঢ়ের রায়পুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঘটেছে। বন্দি তরুণের নাম তারকেশ্বর। মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিকার সাজ দেখে তারকেশ্বরের কী প্রতিক্রিয়া হয়, তা দেখার জন্য ফোনের ক্যামেরা ঘুরিয়ে ফেলেন তরুণী। জেলের ভিতর ঢুকে রিল বানিয়ে তা আবার সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি। ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তা জেল কর্তৃপক্ষের নজর কাড়ে। সংশোধনাগারের কড়া নিয়মকানুন থাকা সত্ত্বেও কী ভাবে তরুণী মোবাইল নিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।